নবজোয়ার যাত্রার মাঝেই অভিষেক পেলেন সিবিআই নোটিশ

অভিষেককে (Abhishek Banerjee) নোটিস পাঠাল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির নোটিস পাওয়ার পরেই নবজোয়ার যাত্রা বন্ধ করে শুক্রবার রাতেই কলকাতায় ফিরছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। Advertisements…

MC leader Abhishek Banerjee

অভিষেককে (Abhishek Banerjee) নোটিস পাঠাল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির নোটিস পাওয়ার পরেই নবজোয়ার যাত্রা বন্ধ করে শুক্রবার রাতেই কলকাতায় ফিরছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Advertisements

উল্লেখ্য, অভিষেক এখন বাঁকুড়ায় রয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ সিবিআইয়ের নোটিস পান ডায়মন্ডহারবারের সাংসদ। তারপরেই সিদ্ধান্ত নেন কলকাতায় ফিরবেন। সূত্রের খবর, শনিবার সকাল ১১টায় সিবিআই দফতরে হাজিরা দিতে যাওয়ার কথা অভিষেকের।

   

এই প্রসঙ্গে, বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে উল্লেখ করেছিলেন, কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে অভিষেককে জেরা করা উচিত। সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে হাইকোর্টে ফিরে আসে। বেঞ্চ বদলে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।

তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখেন। সেইসঙ্গে আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করে হাইকোর্ট। গতকালের ওই নির্দেশের পর পশ্চিম বর্ধমান থেকে অভিষেক সাংবাদিক সম্মেলন করেছিলেন।

সেখানে অভিষেক বলেন, “তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে তাঁর কোনও ভয় নেই। দরকারে একদিনের জন্য নব জোয়ার যাত্রা থামিয়ে তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন।” তারপরেই এজেন্সির নোটিস যায় তাঁর কাছে।