Nadia: হাঁসখালি খুন-ধর্ষণকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ

নদিয়ার হাঁসখালির নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। সিবিআই তদন্তের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেইসঙ্গে শুনানি শেষে রায়দান স্থগিত রাখলেন প্রধান…

নদিয়ার হাঁসখালির নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। সিবিআই তদন্তের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেইসঙ্গে শুনানি শেষে রায়দান স্থগিত রাখলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ

Advertisements

মঙ্গলবার হাঁসখালিতে গণধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আগামী ২ মে সিবিআইকে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

   

সম্প্রতি এই ধর্ষণ-কাণ্ড নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। আর এই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। মঙ্গলবারই আদালত জানায় যে দুঁদে আইপিএস অফিসার দময়ন্তী সেনের তত্ত্বাবধানে এই ঘটনার তদন্ত হবে।

জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে নাবালিকারই এক বন্ধুর বিরুদ্ধে। অভিযুক্ত বন্ধু সোহেল গয়ালিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় মৃতার পরিবার অভিযোগ করেছে যে, ঘটনার কথা প্রথমে কাউকে জানাতে বারণ করা হয়েছিল।