বেসরকারি অর্থলগ্নি সংস্থার অফিসে CBI

CBI west bengal

ফের রাজ্যে CBI হানা। এবার গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ে বেসরকারি অর্থলগ্নি সংস্থার অফিসে হাজির হল সিবিআই টিম। যোধপুর পার্কের আবাসনে তল্লাশি অভিযান জারি রয়েছে।

Advertisements

সিবিআইয়ের একটি দল গড়িয়াহাটে আর একটি দল যোধপুর পার্কে তৃতীয় দলটি গেছে ইএম বাইপাসের দিকে। একসাথে তিনটি দলের অভিযান চলছে কলকাতায়। এতে আরও চাঞ্চল্য।

   

তবে সিবিআই অভিযান নিয়ে নীরব। এর আগে বারবার অভিযান হয়েছে কখনও বীরভূম, আসানসোল তো কখনও কলকাতায়।

Advertisements

সিবিআইয়ের পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বাড়ি থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করে ইডি।