Mahua Moitra: সিবিআইয়ের হানা এবার মহুয়া মৈত্রের কলকাতার বাড়িতে

সংসদের ঘুষ কাণ্ডে বহিষ্কারের পর ২০২৪ এর লোকসভা ভোটে পুনরায় মহুয়াকে কৃষ্ণনগর কেন্দ্র থেকে প্রার্থী করেছে  তৃণমূল। সিবিআই সূত্রের  খবর থেকে জানা যায় সেই  মামলাকেই…

Mohua Moitra

সংসদের ঘুষ কাণ্ডে বহিষ্কারের পর ২০২৪ এর লোকসভা ভোটে পুনরায় মহুয়াকে কৃষ্ণনগর কেন্দ্র থেকে প্রার্থী করেছে  তৃণমূল। সিবিআই সূত্রের  খবর থেকে জানা যায় সেই  মামলাকেই কেন্দ্র করেই আজ তৃণমূল প্রার্থীর (Mahua Moitra) বাসস্থানে তল্লাশি চালানো হচ্ছে ।

সূত্র মারফৎ আরও জানাযায়,আলিপুরে ‘রত্নাবলী’ নামে একটি আবাসনের ন’তলার একটি ফ্ল্যাটে থাকেন মহুয়ার বাবা দ্বীপেন্দ্রলাল মৈত্র। সেখানেই আজ শনিবার সকালে কেন্দ্রীয় তদন্তকারীর একটি দল হাজির হয় । সেখানে গিয়েই তারা তল্লাশির কাজ শুরু করে ।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি আদানি গোষ্ঠীর ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হিরানন্দানিকে তাঁর সাংসদ পোর্টালের লগইন আইডি দিয়েছিলেন এবং আদানির বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন পোস্ট করতে দিয়েছিলেন। এর বিনিময়ে তিনি হিরানন্দানির থেকে বিভিন্ন দামী উপহার এমনকী নগদ টাকাও নিয়েছিলেন। এই বিষয়টি কে কেন্দ্র করেই মহুয়ার প্রাক্তন বন্ধু তথা আইনজীবী অনন্ত দেহদরাই  অভিযোগ এনেছিলেন। পরে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই নিয়ে সরব হন। পরে বিষয়টি জাতীয় রাজনীতিতে ঝড় তোলে। তবে এবার মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তে নামায় তৃণমূল কংগ্রেস বেশ চাপে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার  অভিযান চালাতে দেখা গেছে বঙ্গের শাসকদলের একাধিক নেতা এবং দলীয় ঘনিষ্ঠদের বাড়িতে । এর পরেই আজ আবারও শহর জুড়ে লক্ষ্য করা যাচ্ছে সিবিআই এর বিশেষ তৎপরতা।