নিয়োগ দুর্নীতিতে ধৃত মিডলম্যান প্রদীপকে জেরায় নতুন তথ্য পেল CBI

এসএসসি দুর্নীতিকাণ্ডে (SSC Scam) বর্তমানে সিবিআই হেফাজতে ‘মিডলম্যান’ প্রদীপ সিংহ। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত মিডলম্যান প্রদীপ সিংহকে জেরায় নতুন তথ্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা…

এসএসসি দুর্নীতিকাণ্ডে (SSC Scam) বর্তমানে সিবিআই হেফাজতে ‘মিডলম্যান’ প্রদীপ সিংহ। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত মিডলম্যান প্রদীপ সিংহকে জেরায় নতুন তথ্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জানা গিয়েছে, জেরায় সিবিআইয়ের আধিকারিকরা জানতে পেরেছেন যে মিডলম্যান প্রদীপের মাধ্যমে অযোগ্য প্রার্থীদের খোঁজ চালাতেন, সেইসঙ্গে চাকরি হারাতে পারেন অনেকেই

   

অযোগ্য চাকরি প্রার্থীদের জোগাড় করে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ কর্তাদের সঙ্গে যোগাযোগ করাতেন প্রদীপ সিং। এমনকি চাকরি দেওয়ার নাম করে মোটা টাকা নিতেন প্রদীপ।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে গোটা দুর্নীতির সঙ্গে কারা জড়িত? কাদের নির্দেশে তালিকা তৈরি হত? তার সবটা জানার চেষ্টা করছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, বুধবার এসএসসির নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মিডলম্যান প্রদীপ সিংকে গ্রেফতার করে সিবিআই। বৃহস্পতিবার তাঁর সল্টলেকের জিডি ব্লকের ২৫৩ নং বাড়ি যান তদন্তকারী আধিকারিকরা। তদন্ত সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই অফিসে আসতেন প্রদীপ সিংহ। সেখান থেকেই তৈরি হত নিয়োগ সংক্রান্ত চুড়ান্ত তালিকা। সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যেই অনেকগুলি ইমেল আইডি পাওয়া গিয়েছে, যেখানে অযোগ্য প্রার্থীদের নামের তালিকা পাওয়া গিয়েছে। প্রদীপের সঙ্গে কথা হয়েছে, এরকম ৫ টি ফোন নাম্বার পাওয়া গিয়েছে।