Wednesday, November 29, 2023
HomeKolkata CitySSC Scam: পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে গুরুত্বপূর্ণ ফাইল মিসিং! হতবাক CBI

SSC Scam: পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে গুরুত্বপূর্ণ ফাইল মিসিং! হতবাক CBI

তদন্তের জন্য ওই ফাইলটি চেয়ে নোটিস পাঠিয়েছিল সিবিআই। বিকাশ ভবন থেকে জানানো হয়, ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিয়োগ দুর্নীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাইল মিসিং। মনে করা হচ্ছে সেই ফাইল চুরি হয়েছে। (ssc scam) এই ফাইলে আছে দুর্নীতির মামলায় জেলে থাকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে তথ্য। কেন সেই ফাইল মিসিং তা জানতে থানায় অভিযোগ দায়ের করল সিবিআই।

   

নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত পার্থ চট্টোপাধ্যায় ছিলেন তৃ়ণমূল কংগ্রেসের মহাসচিব। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর বিশেষ ঘনিষ্ঠ পার্থ চট্টোপাধ্যায়কে পরে পদ থেকে সরানো হয়। তিনি জেলে আছেন।

সিবিআই জানাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে তথ্য চেয়ে ওই ফাইলটি বারবার চাওয়া হয়েছিল। তবে জানানো হয় সেটি মিসিং।এর পরেই ওই ফাইলটি মিসিং বলে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে তদন্তের জন্য ওই ফাইলটি চেয়ে নোটিস পাঠিয়েছিল সিবিআই। বিকাশ ভবন থেকে সিবিআইকে চিঠি দিয়ে জানানো হয়, ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না।

Latest News