ভোট পরবর্তী হিংসা মামলায় ফের সিবিআই এবং সিটকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। এখনও যারা ঘরে ফিরতে পারেনি তাদের ঘরে ফেরাতে কী উদ্যোগ রাজ্য সরকার নিয়েছে তাও আদালতে (High Court) জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ভোট-পরবর্তী হিংসা মামলায় ৩১ টি মামলায় নিম্ন আদালতে চার্জশিট দাখিল করেছে বলে রিপোর্ট জমা পড়ল হাইকোর্টে।
ভোট-পরবর্তী হিংসা (Post poll violence) মামলায় সিবিআই কে বেশ খানিকটা ছাড় দিল কলকাতা হাইকোর্ট সিবিআই প্রয়োজনে ভোট পরবর্তী হিংসা মামলায় আরও যদি কোন ঘটনার তদন্ত করতে চায় তা আদালতে জানাতে পারেন। রাজ্যের তদন্তকারী সংস্থা সিটও এই মর্মে বাড়তি ছাড়পত্র দেওয়া হলো।
ভোট-পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ খুন-ধর্ষণ ধর্ষণের চেষ্টা মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। পাশাপাশি অগ্নিসংযোগ এলাকায় অশান্তি ও মারধরের ঘটনায় রাজ্যে তদন্তকারী সংস্থা ছিটকে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টে বৃহত্তর বেঞ্চ।
বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে রাজ্য জুড়ে বিরোধী দল বিজেপি কর্মী সমর্থকরা আক্রাম্ত বলে বিস্তর অভিযোগ আসে। কয়েকজনের মৃত্যু হয়। এছাড়া আক্রান্ত হন সিপিআইএম ও কংগ্রেস সমর্থকরাও। বিভিন্ন জেলায় টিএমসি বিরোধী দলগুলির সমর্থকদের বাড়ি ভাঙচুর হয়।