CBI নজরে মন্ত্রীরা! অনুব্রতর ঘনিষ্ঠদের হাতেও গোরু পাচারের টাকা

  সিবিআইয়ের হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল৷ তৃণমূল কংগ্রেসের প্রতাপশালী নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের প্রশ্নের তালিকা দীর্ঘ হচ্ছে। কিন্তু অনুব্রত মুখ কুলুপ এঁটেছেন। সিবিআই সূত্রে খবর,…

 

সিবিআইয়ের হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল৷ তৃণমূল কংগ্রেসের প্রতাপশালী নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের প্রশ্নের তালিকা দীর্ঘ হচ্ছে। কিন্তু অনুব্রত মুখ কুলুপ এঁটেছেন। সিবিআই সূত্রে খবর, একাধিক প্রশ্নের উত্তর না দিয়ে চুপ থাকছেন তিনি৷

প্রসঙ্গত, গোরু পাচার তদন্তের শুরু থেকে একাধিক তথ্য হাতে পেয়েছে সিবিআই। সেই সমস্ত তথ্য ও প্রমাণকে সামনে রেখেই জেরায় নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সিবিআই সূত্রে খবর, গোরু পাচারকান্ডে অনুব্রতর যোগ কীভাবে ছিল? রাজ্য পুলিশ থেকে নিযুক্ত দেহরক্ষী সায়গল হোসেনের ভূমিকা ছিল? কীভাবে বীরভূম থেকে গোরু পাচার হত? বিএসএফের কে কে জড়িত? সবটা জানতে চায় সিবিআই।

সূত্রের খবর, সিবিআইয়ের নজরে অনুব্রত মণ্ডলের বিপুল পরিমাণ সম্পত্তি। নামে ও বেনামে কতটা সম্পত্তি রয়েছে অনুব্রতর মেয়ের নামেও কতটা সম্পত্তি রয়েছে সবটা জানতে চায় সিবিআই।

সিবিআই মনে করা হচ্ছে, এই গোরু পাচারের টাকা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের কাছেও গেছে৷ যার মধ্যে অন্যতম সায়গল হোসেন। এছাড়াও একাধিক বিধায়ক ও মন্ত্রী জড়িত বলে জানা যাচ্ছে৷

রবিবার নিয়ম মাফিক শারীরিক পরীক্ষার জন্য অনুব্রত মণ্ডলকে আলিপুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হবে৷ সেখানে সাংবাদিকদের সামনে মুখ খুলবেন অনুব্রত? এই প্রশ্ন তীব্র।

এর আগে নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি কালো টাকা উদ্ধার ও লেনদেনে জড়িত পার্থ চট্টোপাধ্যায়কে ইএসআই হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে গেলে সেখানেই সাংবাদিকদের তিনি চিতকার করে ‘ষড়যন্ত্র’ দাবি করেছিলেন।