শিক্ষিকা হয়েও কোনওদিন স্কুলে পড়াতে যাননি অনুব্রত কন্যা, হাইকোর্টে মামলা

সিবিআই (CBI)-ইডি (ED) কাঁটায় জর্জরিত রাজ্যের শাসক দল। এসএসসিকাণ্ড থেকে শুরু করে গরু পাচার মামলা, সমস্যায় শাসক দল। ইতিমধ্যে এসএসসিকাণ্ডে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এদিকে…

Anubrata’s daughter is released from Tihar

সিবিআই (CBI)-ইডি (ED) কাঁটায় জর্জরিত রাজ্যের শাসক দল। এসএসসিকাণ্ড থেকে শুরু করে গরু পাচার মামলা, সমস্যায় শাসক দল। ইতিমধ্যে এসএসসিকাণ্ডে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এদিকে গরু পাচারকাণ্ডে সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। অনুব্রত কন্যার নামে ইতিমধ্যে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই বলে খবর। এরই মাঝে অনুব্রত কন্যা সুকন্যার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta high court) দায়ের হল মামলা।

বুধবার কলকাতা হাইকোর্টে মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিমের অভিযোগ করেছেন, ‘হাজিরার রেজিস্টার পাঠানো হত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বাড়িতে। প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েও কোনওদিন স্কুলে যাননি। কোনওদিন স্কুলে পড়াতে যাননি সুকন্যা বোলপুরের কালিকাপুরে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছেন সুকন্যা। টেট পাশ না করেই চাকরি পেয়েছেন অনুব্রত কন্যা। চাকরি পেয়েছেন সুকন্যা সহ আরও অনুব্রত মণ্ডলের ৫ আত্মীয়।’

Advertisements

অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও তাঁর পরিবারের বেনামি সম্পত্তি খতিয়ে দেখতে শুরু করেছে সিবিআই (CBI)। এরপরেই নজর গেছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার দিকে৷ সূত্রের খবর, তাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। তবে এই মুহুর্তে সিবিআইয়ের নজর পড়েছে সুকন্যার দুই সংস্থার ডিরেক্টর বিদ্যুৎ গায়েনের সম্পত্তির দিকে। সব কিছু দেখে মঙ্গলবার ফের বোলপুরে যাচ্ছে CBI