সেনাবাহিনীতে পাক চর মামলা। নথি জাল করে সেনায় চাকরির গুরুতর অভিযোগ। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের। রিপোর্ট দেখে উদ্বিগ্ন হাইকোর্ট। দ্রুত এফআইআর করে তদন্ত করার নির্দেশ। জানা গিয়েছে জাল সার্টিফিকেট করে দেওয়ার কাজে যুক্ত SDO – দের একাংশ এবং বেশ কয়েকজন সরকারি অফিসার।
সীমান্তবর্তী বেশ কিছু জায়গায় এই ধরনের আশঙ্কা থাকতে পারে দাবি CBI – এর। এই গোটা সমস্যার সূত্রপাত সার্টিফিকেট নিয়ে। বেশ কিছু এসডিও রয়েছেন যারা এই ধরনের ওবিসি বা ডোমিসায়েল সার্টিফিকেট দিচ্ছেন। এখনো পর্যন্ত এমন চারজন থাকতে পারেন যারা চাকরি করছেন এই সংক্রান্ত তথ্য সিবিআইয়ের হাতে না থাকলেও গোটা ঘটনাটি উড়িয়ে দেওয়া যায় না দাবি সিবিআইয়ের। আশঙ্কা করা হচ্ছে, সার্টিফিকেট জাল হয় প্রথমে তারপরে বিভিন্ন জায়গায় এরা চাকরিতে যোগদান করতে থাকে।
কোন একজন পাকিস্তানের বাসিন্দা কিভাবে সেনাবাহিনীতে চাকরি করছেন এই বিষয় উত্তেজনা তুঙ্গে। এখানে প্রশ্ন উঠছে কিভাবে একজন বিদেশি ভারতের নাগরিকত্ব এইভাবে পেয়ে সেখানে সেনাবাহিনীতে যোগদান করছে।