Monday, December 8, 2025
HomeWest BengalKolkata Cityকয়লাকাণ্ডে রক্ষাকবচ পেলেন অভিষেকের শ্যালিকা

কয়লাকাণ্ডে রক্ষাকবচ পেলেন অভিষেকের শ্যালিকা

- Advertisement -

কয়লাকাণ্ডে (Coal scam) রক্ষাকবচ পেলেন অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীর। মঙ্গলবার কয়লা পাচারকাণ্ডে জোড়া সমন পাঠানো হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকে। যদিও এই সমনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মেনকা। তাঁর দাবি ছিল, দিল্লিতে গিয়ে নয়, কলকাতাতেই তাঁকে যেন জিজ্ঞাসাবাদ করে ইডির দল। এদিকে তাঁর আবেদনে সাড়া দিয়ে আদালতের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, সিঙ্গল বেঞ্চের নির্দেশ, কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, কোনও অসুবিধা নেই। তবে কোনও কড়া পদক্ষেপ নয়।

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি।বুধবার এই মামলায় কলকাতা হাই কোর্টের তরফে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি মেনকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। এদিন আদালতে ইডির তরফে যে যুক্তি দেওয়া হয়েছে, সেটাকে গ্রহণ করেনি আদালত।
মঙ্গলবার কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে তলব করে ইডি।

   

একই দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকেও তলব করে ইডি। দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছে। ইডির সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে উপস্থিত হয় মেনকা গম্ভীর।
এদিন মেনকা গম্ভীরের আইনজীবীর তরফে জানানো হয়েছে, এই মামলার সঙ্গে কোনও যোগ নেই। তথ্য নেওয়ার জন্য তলব করা হয়েছে, এমনটাই বলা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা হওয়ার জন্য রাজনৈতিক অভিসন্ধিও থাকতে পারে। তবে একই অভিযোগে অভিষেক, রুজিরা এবং সুমিত রায়কে তলব করা হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular