পুজোর মাসে আর্থিক স্বস্তি, অবসরপ্রাপ্তদের বকেয়া নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ অবসরপ্রাপ্ত পুরকর্মীদের বকেয়া গ্র্যাচুয়িটি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। বহরমপুর পুরসভাকে উদ্দেশ্য করে এই রায় জানানো হয়। রায়ে বলা…

Calcutta High Court Orders Settlement of Gratuity Dues for Retired Municipal Corporation Staff in Bengal

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ অবসরপ্রাপ্ত পুরকর্মীদের বকেয়া গ্র্যাচুয়িটি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। বহরমপুর পুরসভাকে উদ্দেশ্য করে এই রায় জানানো হয়। রায়ে বলা হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া টাকা সুদ-আসলে মিটিয়ে দিতে হবে। পুজোর মাসেই এই নির্দেশ কার্যকর করতে হবে বলেই আদালতের রায়।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বহরমপুর পুরসভাকে আগামী দশ মাসের মধ্যে অবসরপ্রাপ্ত কর্মীদের সমস্ত বকেয়া গ্র্যাচুয়িটির টাকা মিটিয়ে দিতে হবে। এই টাকা শুধু মূল বকেয়া নয়, বরং সুদসহ ফেরত দিতে হবে। এই নির্দেশ অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য যেমন স্বস্তির, তেমনই প্রশাসনিকভাবে পুরসভার উপর চাপও তৈরি করেছে।

   

ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, যেদিন থেকে ওই টাকা বকেয়া রয়েছে, সেই তারিখ থেকে প্রতি বছর ৮ শতাংশ সুদের হারে অবসরপ্রাপ্ত কর্মীদের পাওনা ফেরত দিতে হবে। অর্থাৎ শুধু মূল অর্থ নয়, সেই অর্থে জমে থাকা সুদও অবসরপ্রাপ্তদের দিতে হবে।

Advertisements

ডিভিশন বেঞ্চের নির্দেশে আরও উল্লেখ করা হয়েছে যে, যদি পুরসভা নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া মেটাতে ব্যর্থ হয়, তাহলে রাজ্য সরকারকে সমাধান সূত্র খুঁজে বের করতে হবে। অর্থাৎ প্রয়োজনে রাজ্য সরকারকে পুরকর্মীদের পাওনা মেটাতে সহযোগিতার হাত বাড়াতে হবে।