School Service Commission: ঝড়ের গতিতে বাড়ছে চাকরি বাতিল, প্রশ্নের মুখে মমতা-সরকার

স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে প্রথমে ৬১৮ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল Calcutta High Court

SSC_scam_

নিয়োগ দুর্নীতিতে জেরবার মমতার সরকার। স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে প্রথমে ৬১৮ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court )। এবার আরও ১৫৭ জন অবৈধ শিক্ষকের চাকরি বাতিল। তৃণমূলে আমলে অবৈধ শিক্ষকদের তালিকা হু হু করে বাড়ছে।

কমিশনের তরফে জানানো হয়েছে, এই তালিকায় বিভিন্ন বিষয় ভিত্তিক অবৈধ শিক্ষক ও শিক্ষিকাদের তালিকা প্রকাশ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ভিত্তিতেই এই তালিকা প্রকাশ করা হয়েছে।

   

এর আগে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডির নিয়োগ দুর্নীতি মামলায় ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর সেই মামলা গড়িয়ে এখন সুপ্রিম কোর্ট অবধি গেছে।

Advertisements

২০১৬ সালের নবম ও দশম শ্রেণীর চাকরির পরীক্ষার ক্ষেত্রে ব্যাপক গরমিলের অভিযোগ উঠেছিল। কখনও সাদা খাতা জমা দিয়ে, আবার কখনও ওএমআর শিট বিকৃতি করার অভিযোগ উঠেছিল কমিশনের বিরুদ্ধে।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, প্রথমে তালিকা প্রকাশ করতে হবে এবং পরে তাদের চাকরি বাতিল করতে হবে। এরপরেই ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়।