Calcutta High Court: ৫০ লাখ টাকা জরিমানার নির্দেশ, মমতার সরকারে বিরাট আর্থিক ধাক্কা

সিআইডি থেকে সিবিআই তদন্ত হস্তান্তর। রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দু সপ্তাহের মধ্যে এই টাকা জমা দেওয়ার নির্দেশ। জমা…

সিআইডি থেকে সিবিআই তদন্ত হস্তান্তর। রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দু সপ্তাহের মধ্যে এই টাকা জমা দেওয়ার নির্দেশ। জমা করতে হবে রেজিস্টার জেনারেলের কাছে।

Advertisements

জলপাইগুড়িতে একটি সমবায়ের অর্থ তছরুপ নিয়ে একটি মামলার শুনানি হয়েছিল। জলপাইগুড়ি আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারকালীন সময়ে সেই মামলার অর্ধ শুনানি অবস্থায় রেখে দিয়েছিলেন। সেই মামলায় বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই সিবিআই নির্দেশকে পুনর্বিবেচনার আবেদন নিয়ে সিআইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তখনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রুষ্ট হন। বিচারপতি রাজ্যের আইনজীবীকে বলেন, “গরিব মানুষের টাকা তছরুপ করা হয়েছে আর আপনারা পুনরবিবেচনা আবেদন জানাচ্ছেন”।

   

ইতিমধ্যেই সিবিআই তদন্তের যে নির্দেশ জারি করেছিলেন সেই মত সিআইডি নথি সিবিআইয়ের হাতে হস্তান্তর করেনি। এই বিষয়টি জানার পর তিনি আরো ক্ষুব্ধ হন। তিনি রাজ্য সরকারকে ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ করেন। এবং দুই সপ্তাহের মধ্যে রাজ্যকে এই অর্থ রেজিস্টার জেনারেলের কাছে জমা করতে হবে। পাশাপাশি তিন দিনের মধ্যে সিআইডিকে সিবিআই-এর কাছে সমস্ত তদন্ত সংক্রান্ত নথিপত্র তুলে দিতে হবে।