রাজ্যকে তীব্র হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের! দুপুরের মধ্যে সন্দীপ ঘোষকে ছুটি পাঠানোর নির্দেশ

আরজি কর কাণ্ডের জেরে রাজ্যকে রীতিমতো হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । মঙ্গলবার দুপুর তিনটের মধ্যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ছুটিতে…

calcutta high court

আরজি কর কাণ্ডের জেরে রাজ্যকে রীতিমতো হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । মঙ্গলবার দুপুর তিনটের মধ্যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। মঙ্গলবার এই মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নির্দেশ দেন, ‘বিকেল ৩টে পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে অধ্যক্ষকে স্বেচ্ছায় ছুটিতে চলে যেতে বলুন। না হলে আমরা নির্দেশ দিতে বাধ্য হব।’

ওডিশায় আক্রান্ত বাঙালি, প্রতিবাদে কলকাতায় উৎকল ভবনে বিক্ষোভ বাংলা পক্ষের

   

মঙ্গলবার কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানি হয় আরজি করের চিকিৎসক খুনের ঘটনার একাধিক জনস্বার্থ মামলার। শুনানিতে সন্দীপের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এদিন প্রধান বিচারপতি সাফ জানিয়ে দিয়েছেন, যতদিন পর্যন্ত না পরবর্তী নির্দেশ দেওয়া হচ্ছে, ততদিন বাড়িতে বসে থাকবেন সন্দীপ ঘোষ। সেইসঙ্গে, চিকিৎসক-পড়ুয়ারা যে কর্মবিরতি সিদ্ধান্ত নিয়েছেন, তাকেও সমর্থন করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আজ দুপুর একটায় ফের মামলার শুনানি, সেখানেই এ ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু তাই নয়, দুপুর একটার মধ্যে এই মামলার কেস ডায়েরি তলব করেছে আদালত।

মমতার স্লোগান নকল করেই বাংলাদেশে দুরন্ত ‘কামব্যাক’ জিয়ার?

এইদিন তদন্তের গতিপ্রকৃতি নিয়ে এদিন প্রাথমিক প্রশ্ন তুলেছে হাইকোর্ট। ঘটনার পর ৭২ ঘণ্টা কেটে গিয়েছে, তাও কেন প্রিন্সিপালের বয়ান রেকর্ড করা হয়নি, তাই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেই সঙ্গে, প্রিন্সিপাল পদত্যাগের চার ঘণ্টার মধ্যে তাকে অন্য একটি হাসপাতালে অধ্যক্ষ করে পাঠিয়ে দেওয়ার নির্দেশ কে জারি করল, সেই নির্দেশ নামা এবং সন্দীপের পদত্যাগের কপিও দুপুর একটার মধ্যে দেখতে চেয়েছে হাইকোর্ট।

হু হু করে বাড়ছে সবজির দাম, মাথায় হাত মধ্যবিত্তের

আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল গোটা দেশ। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালে তো বটেই, সোমবার থেকে দিল্লি, মুম্বই, লখনউ, কর্নাটক-সহ দেশের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবারের শুনানিতে কর্মবিরতির বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধান বিচারপতি।