‘প্রশাসনের ব্যর্থতা’! সিবিআইকে ‘ফ্রি-হ্যান্ড’ দিল হাইকোর্ট, কলকাতা পুলিশের কপালে জুটল তিরস্কার

শুক্রবার কলকাতা হাইকোর্ট (Calcutta High court) রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করল। শুধু তাই নয়, এইদিন সিবিআইকে ফ্রি-হ্যান্ড দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। পাশাপাশি আরজি করের…

Calcutta high court summons panal of teacher recruitment during cpim regime

শুক্রবার কলকাতা হাইকোর্ট (Calcutta High court) রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করল। শুধু তাই নয়, এইদিন সিবিআইকে ফ্রি-হ্যান্ড দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। পাশাপাশি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ‘প্রভাবশালী’ বলে তকমা দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা পুলিশের কাজ নিয়েও একাধিক প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট এইদিন আরজি করের ঘটনাকে পূর্বপরিকল্পিত ছিল বলে উল্লেখ করা হয়।

স্বাধীনতার পর প্রথম ওয়ানডে কবে খেলেছিল ভারত? কী হয়েছিল ম্যাচের রেজাল্ট?

   

এইদিন কলকাতা হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সিবিআইকে স্বাধীনতা দিল আদালত। হামলার ফলে হাসপাতালের কোন অংশ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা খতিয়ে দেখবে আদালত। রাজ্য এ নিয়ে হলফনামা জমা দেবে। কত দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে, জানতে চেয়েছেন বিচারপতি। আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আদালত। রাজ্যের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘পুলিশ নিজেকে রক্ষা করতে পারছে না। জনতাকে ঠেকাতে পারছে না। আইনশৃঙ্খলা কী ভাবে রক্ষা করবে?’’ ভবিষ্যতে এমন ঘটনা নিয়ন্ত্রণে কী পদক্ষেপ করবে পুলিশ? জানতে চেয়েছে আদালত।

মোদীর নিরাপত্তায় আছেন হাসিনা, বাংলাদেশ চাইবে মোস্ট ওয়ান্টেড ‘গণহত্যাকারী’কে

আরজি করে হামলার ঘটনায় পুলিশের গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল আদালত। রাজ্যের উদ্দেশে প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘সাধারণত ১০০ জনের জমায়েত হলেই গোয়েন্দারা নজর রাখেন। সাত হাজার মানুষের জমায়েতে তাঁরা কী করছিলেন? এত লোকের জমায়েত হল আর পুলিশের গোয়েন্দারা কিছু জানলেন না, এটা বিশ্বাস করা কঠিন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ভর্ৎসনা করেছে আদালত। তাঁর আইনজীবী আদালতে নিরাপত্তার দাবি জানিয়েছেন। বলেছেন, ‘‘আমার মক্কেলকে নিরাপত্তা দেওয়া হোক। সিবিআইয়ের সঙ্গে আমরা সহযোগিতা করেছি। রাজ্য বা কেন্দ্রীয় বাহিনী, যে কোনও সংস্থাকে নিরাপত্তা দিতে নির্দেশ দিক আদালত।’’ এর পর আইনজীবীর উদ্দেশে বিচারপতির মন্তব্য, ‘‘আপনি তো প্রভাবশালী ব্যক্তি। আপনার সঙ্গে রাজ্য রয়েছে। কেন আবার নিরাপত্তা চাই? বাড়িতেই থাকুন। শান্তিতে থাকুন। না হলে বলুন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দিচ্ছি।’’

আরজিকর কাণ্ডে ‘রাম-বাম’কে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী

আরজি করে ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরই তথ্যপ্রমাণ লোপাটের জন্য তড়িঘড়ি সেমিনার হল ভাঙার কাজ শুরু করার অভিযোগ উঠেছিল হাসপাতাল কর্তৃপক্ষর বিরুদ্ধে। ওই ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এবার রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট।