Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে FIR খারিজ

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর -এর আর্জি খারিজ। এফআইআর -এর আর্জি করা হয়েছিল যাদবপুর থানার তরফ থেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে এফআইআর -এর…

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর -এর আর্জি খারিজ। এফআইআর -এর আর্জি করা হয়েছিল যাদবপুর থানার তরফ থেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে এফআইআর -এর আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টে। বিচারপতি জয় সেনগুপ্তের স্পষ্ট বক্তব্য, ওই দিন তিনি যে ভাষা প্রয়োগ করেছেন তার নির্দিষ্ট ভাবে কাউকে‌না, খুব সাধারণভাবে ব্যবহার করেছেন। এমন পদমর্যাদার মানুষদের পাবলিক স্পেশে এমন মন্তব্য করা উচিত নয় বলে মনে করে আদালত। সেক্ষেত্রে ওই ব্যক্তির পদের প্রতি মানুষের খারাপ ধারণা হতে পারে।

গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর। অভিযোগ, মৃত্যুর আগে র‍্যাগিং করা হয়েছিল।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় বিজেপি বিক্ষোভ কর্মসূচি থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। অভিযোগ ছিল, পুলিশের উদ্দেশে কুরুচিকর মন্তব্য ও পুলিশের কাজে বাধা দিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে কলকাতা হাইকোর্টে আপিল করে যাদবপুর থানার পুলিশ। সেই আর্জি খারিজ করল বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ।

বিচারপতি বলেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও এফআইআর করতে পারবে না পুলিশ।বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ, শুভেন্দু অধিকারী ওইদিন যে মন্তব্য করেছেন সেটা নির্দিষ্ট কারও উদ্দেশে নয়। তবে বিরোধী দলনেতার পদমর্যাদা ব্যক্তির প্রকাশ্যে এমন  মন্তব্য করা উচিত নয় বলেও সতর্ক করেছেন বিচারপতি।