বিনীত গোয়েলের অপসারণ মামলায় রাজ্যের আইনজীবীদের ভূমিকায় ক্ষুদ্ধ হাইকোর্ট

আরজি কর কাণ্ডের বিচার চেয়ে এক অভিনব প্রতিবাদে সামিল হয়েছে সমগ্র বাংলা। এর মধ্যে মঙ্গলবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জানিয়ে তাঁর হাতেই…

আরজি কর কাণ্ডের বিচার চেয়ে এক অভিনব প্রতিবাদে সামিল হয়েছে সমগ্র বাংলা। এর মধ্যে মঙ্গলবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জানিয়ে তাঁর হাতেই স্মারকলিপি তুলে দেন জুনিয়র চিকিৎসকরা। যদিও অতীতে কোনও নগরপালের এমন অভিজ্ঞতা হয়েছে কিনা তা বলা বেশ কঠিন। তবে আরজি কর কাণ্ডে বিনীত গোয়েলের অপসারণ মামলায় রাজ্যের আইনজীবীদের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

এরকম জনস্বার্থ মামলায় রাজ্যের আইনজীবীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। তবে তিনি শুধু প্রশ্নই তুললেন না, সেইসঙ্গে এই ঘটনায় বেশ বিরক্তিও প্রকাশ করলেন। তিনি বলেন, “আরজিকরের প্রাক্তন প্রিন্সিপালকে সাসপেন্ড করা হয়েছে পড়লাম। ওনার জন্য প্যানেলভুক্ত আইনজীবী সওয়াল করেন। প্রভাব বিস্তার করে ওই প্রিন্সিপাল রাজ্যের আইনজীবীকে তার হয়ে সওয়াল করান।

   

তাঁকে আমরা পরামর্শ দিই, আপনার মক্কেলকে ছুটিতে পাঠান। অথচ এই মামলাটিতে রাজ্যের আইনজীবী কেউ নেই? রাজ্যের আইনজীবী নোটিস দেওয়ার দায়িত্ব নেবেন।” সেইসঙ্গে বিচারপতির প্রশ্ন, “আরজি করের মামলার শুনানিতে সরকারি আইনজীবী আরজি করের প্রাক্তন অধ্যক্ষের হয়ে সওয়াল করতে পারেন। আর এখন কোনও আইনজীবী নেই?” আগামী ১৮ সেপ্টেম্বর এ সংক্রান্ত সমস্ত মামলা একসঙ্গে শোনার পাশাপাশি ওই দিনই সরকারের তরফে কোনও আইনজীবী যেন উপস্থিত থাকেন এমনটা জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।

প্রসঙ্গত, বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে ও সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও নির্যাতিতার নাম প্রকাশ্যে উল্লেখ করার জন্য মামলাকারী তথা আইনজীবী অমৃতা পাণ্ডে বুধবার অভিযোগ তোলেন পুলিশ কমিশনারের ওপর। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা করার আর্জি জানান তিনি। বৃহস্পতিবার সেই মামলারই শুনানি ছিল।