Calcutta High Court: প্রাথমিকের নিয়োগ দুর্নীতি নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট

মঙ্গলবার কলকাতা হাইকোর্ট প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে বড় রায় দিল। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় এবার পুরো নিয়োগ প্রক্রিয়াই খারিজ করে দেওয়া হতে পারে বলে বার্তা…

Calcutta High Court

মঙ্গলবার কলকাতা হাইকোর্ট প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে বড় রায় দিল। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় এবার পুরো নিয়োগ প্রক্রিয়াই খারিজ করে দেওয়া হতে পারে বলে বার্তা দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা এমনই হুঁশিয়ারি দিয়েছে বলে জানা গিয়েছে। আজ তিনি সিবিআইকে নির্দেশ দিয়েছেন, আগামী মঙ্গলবারের মধ্যে অতিরিক্ত রিপোর্ট দিয়ে স্পষ্ট করে জানাতে হবে যে নিয়োগ কী ভাবে হয়েছে, কোথায় দুর্নীতি হয়েছে।

Advertisements

এইদিন বিচারপতি রাজাশেখর মান্থা আদালতে বলেন, ” আসল ওএমআর শিট চাই।” শুধু তাই নয় আরও বলেন, ” পৃথিবী থেকে মঙ্গলে গেলেও ডেটা পাওয়া সম্ভব। ওই ডেটা না পাওয়া গেলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে বাধ্য থাকবে আদালত।”

   

মঙ্গলবার সিবিআই আদালতে দাবি করেছে, ৩০৪ জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে বলে তদন্তে জানতে পেরেছে তারা। চার্জশিট এবং অতিরিক্ত চার্জশিট ফাইলও করা হয়েছে ইতিমধ্যেই। উল্লেখ্য, বিচারপতি পদে থাকাকালীন প্রাথমিকের ওএমআর শিট মামলাগুলি শুনেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ইস্তফা দেওয়ার পর মামলাগুলি যায় বিচারপতি মান্থার এজলাসে। ২৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।