Tuesday, October 14, 2025
HomeWest BengalKolkata CityBurrabazar Fire: সাতসকালে ভয়াবহ আগুন বড়বাজারে, ভস্মীভূত গুদাম

Burrabazar Fire: সাতসকালে ভয়াবহ আগুন বড়বাজারে, ভস্মীভূত গুদাম

ফের একবার শিরোনামে বড়বাজার (Burrabazar Fire)। আবারও একবার ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পরল এই বড়বাজার এলাকা। সোমবার ভোররাতে প্লাস্টিক এবং পিচ বোর্ডের গুদামে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন দমকল মন্ত্রী সুজিত বসু এবং মেয়র ফিরহাদ হাকিম।

Advertisements

বিধ্বংসী আগুনের কবলে পরে একপ্রকার ভস্মীভূত হয়ে গেছে প্লাস্টিক এবং পিচ বোর্ডের গুদাম। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ভোর সওয়া পাঁচটা নাগাদ লাগে আগুন। এদিকে নেভাতে দমকলের অন্তত ১৫টি ইঞ্জিনকে কাজে লাগানো হয়। শহরের মধ্যাঞ্চলে নাখোদা মসজিদের পাশে গোবিন্দ মোহন লেনের একটি আবাসিক ভবনে আগুন লাগে। দমকল ও জরুরি পরিষেবা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, “এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

Advertisements

যদিও সাতসকালে এহেন ঘটনাকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments