Kolkata: যোগীর পথে বিজেপি নেতার বাড়িতে চলল মমতার-বুলডোজার

কলকাতায় (Kolkata) বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল বিজেপি নেতার বাড়ির একাংশ। উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় বিডন স্ট্রিটে বিজেপি নেতা সুনীল সিংয়ের বাড়ির একতলায় দোকানঘর…

Bulldozer Demolition, BJP Leader's House, Kolkata Incident, Controversy, Political Tension, House Demolition News, Kolkata News, BJP Leader Residence

কলকাতায় (Kolkata) বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল বিজেপি নেতার বাড়ির একাংশ। উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় বিডন স্ট্রিটে বিজেপি নেতা সুনীল সিংয়ের বাড়ির একতলায় দোকানঘর বুলডোজার দিয়ে ভেঙে দেয় পুরসভা। বিজেপি করার অপরাধে ভেঙে দেওয়া হয় বাড়ি, অভিযোগ স্থানীয় তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরের বিরুদ্ধে। ইতিমধ্যে বড়তলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সুনীল সিং বিজেপির জেলা কমিটির সদস্য ও শ্যামপুকুর বিধানসভার প্রাক্তন আহ্বায়ক। বিজেপি নেতার অভিযোগ, ভোট-পরবর্তী হিংসা নিয়ে সরব হওয়াতেই তার বাড়ি-দোকান ভাঙা হয়েছে।

সুনীল সিং নামে ওই বিজেপি কর্মীর অভিযোগ, ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসার অভিযোগ জানিয়ে তিনি শাসক দলের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেন। সেই থেকেই তিনি ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকনাথ চ্যাটার্জি এবং শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শশী পাঁজার ক্ষোভের মুখে পড়েন। তিনি এ নিয়ে মন্তব্য করেননি। ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়ের দাবি, বেআইনি বলেই পুরসভা ওই অংশ ভেঙে দিয়েছে। বিরোধীদের এও বক্তব্য, উনি নিজেকে বড় বিজেপি নেতা হিসেবে জাহির করার উদ্দেশ্যে এখানে বিজেপি বনাম শাসক দল টেনে আনছেন।

প্রসঙ্গত, নিজের অসুস্থ বাবাকে ডায়ালিসিস করানোর উদ্দেশ্যে তিনি বাড়ির নিচের গ্যারাজ থেকে গাড়ি বের করার জন্য ফুটপাতে একটি স্লোপিং তৈরি করতে চাইলে বারবার সেই আবেদন খারিজ করে দেওয়া হয় বলেও অভিযোগ। এই নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য , পুরসভা আইন অনুযায়ী দখলকারিকে আগাম নোটিস দিয়ে জানানোর প্রয়োজন নেই।