Monday, December 8, 2025
HomeWest BengalKolkata CityBuddhadeb Bhattacharjee: ভেন্টিলেশনেই বুদ্ধবাবুর সিটি স্ক্যান, সংকট কাটেনি

Buddhadeb Bhattacharjee: ভেন্টিলেশনেই বুদ্ধবাবুর সিটি স্ক্যান, সংকট কাটেনি

- Advertisement -

আজ সোমবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) ফুসফুসে সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যানের রিপোর্ট দেখে চিকিৎসা পদ্ধতি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে, জানিয়েছেন চিকিৎসকেরা। জ্ঞান ফিরলেও এখনো সংকট কাটেনি বুদ্ধদেব ভট্টাচার্যের। এখনো সংকটজনক অবস্থায় রয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাকে একশো শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। বাইল্য়াটারেল নিউমোনিয়া আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য।

জানা গিয়েছে, আজ সকাল ৭টা ১৯ নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যের সিটি স্ক্যান হয়েছে। ১০ মিনিটের মধ্যে সম্পন্ন করা হয়েছে এই গোটা প্রক্রিয়া। এর সঙ্গেই তার কয়েকটি ব্লাড টেস্টও করা হয়েছে। এই সকল পরীক্ষার রিপোর্ট দু’ঘণ্টার মধ্যে দেওয়ার কথা রয়েছে।

   

এরপরেই বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জন্য যে নয় জন ডাক্তারের বোর্ড গঠন করা হয়েছে তারা মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সেখানে তারা ঠিক করবেন যে এই রিপোর্টগুলোর অনুযায়ী পরবর্তীতে কোন চিকিৎসা পদ্ধতি চলবে।

এখনো পর্যন্ত তাকে ১০০ শতাংশ ভেন্টিলেশনে রাখা হয়েছে। এবং এই রিপোর্ট যদি ইতিবাচক আসে তাহলে সে ভেন্টিলেশনের পরিমাণ কমানো হতে পারে। গত শনিবার তাকে হাসপাতালে নিয়ে আসার পরে তার মাত্র একবারই জ্বর এসেছে।

গত শনিবার শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে বুদ্ধদেব ভট্টাচার্যকে আলিপুরের উডল্যান্ডসে ভর্তি করা হয়েছে। তবে আজ তার শারীরিক অবস্থা একটু স্থিতিশীল বলে ডাক্তাররা জানিয়েছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব। আজকের পরীক্ষার রিপোর্ট আসার পরে সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তীতে কোন নিয়মে চিকিৎসা করা হবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular