ব্রেকিং: নবান্ন অভিযানে পুলিশের বাইকে আগুন ধরাল আন্দোলনকারীরা, আকাশ ছেয়েছে কালো ধোঁয়া

আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ, মঙ্গলবার নবান্ন অভিযানের (Nabanna Abhiyan) ডাক দিয়েছিল “পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ”। বেলা বাড়তেই মানুষের ভিড় জমতে আরম্ভ করে। বিক্ষুব্ধ হয়ে ওঠেন…

Nabanna-Aviyan

আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ, মঙ্গলবার নবান্ন অভিযানের (Nabanna Abhiyan) ডাক দিয়েছিল “পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ”। বেলা বাড়তেই মানুষের ভিড় জমতে আরম্ভ করে। বিক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে খন্ডযুদ্ধ বাঁধে। বিক্ষুব্ধ মানুষকে ছত্রভঙ্গ করতে পুলিশের পক্ষ থেকে ছোড়া হয় কাদামে গ্যাস। প্রতিহত করতে চালান হয় জল কামান। এরই মাঝে বাবুঘাট এলাকায় পুলিশের বাইকে আগুন লাগায় একদল অন্দোলনকারী। আগুনের লেলিহান শিখা মুহূর্তে গ্রাস করেছে গোটা বাইকটি। আকাশ ভরে গিয়েছে কালো ধোঁয়ায়।

দীর্ঘক্ষণ আটকে অ্যাম্বুল্যান্স, নবান্ন অভিযানের জেরে ভোগান্তিতে মুমূর্ষু রোগী পরিবার

   

প্রসঙ্গত, আজ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে নবান্ন অভিযান করে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। কলেজ স্ট্রিট থেকে হাওড়া এলাকা কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। এতো কিছু তৎপরতা সত্ত্বেও বিক্ষোভকারীদের ঠেকাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে পুলিশকে। আন্দোলনকারীরা পিছু হটলেও ফের মারমুখী হতে দেখা গেছে। 

বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নির্দিষ্ট দূরত্ব থেকেই সংঘাত চলতে থাকে। কোন কোন জায়গায় পুলিশ লাঠিচার্জ করেছে। আর ব্যারিকেড টপকানোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের পিছু হটতে বাধ্য করছে পুলিশ। এমন অবস্থায় বিক্ষোভ চলাকালীনই এই জমায়েত বেআইনি বলে লাগাতার ঘোষণা করতে থাকে পুলিশ বাহিনী। ব্যারিকেট এলাকাগুলির বিভিন্ন দিকে মাইক লাগানো হয়েছে। সেখানেই লাগাতার প্রচার করা হয় নবান্ন অভিযান সম্পূর্ণ বেআইনি। তার কারণ এর জন্য আগে পুলিশের অনুমতি নেয়নি সংগঠনগুলি।

এদিকে আগামীকাল ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। এদিকে শুভেন্দু অধিকারী পুলিশি বর্বরতার অভিযোগ করেছেন। তাঁর কথায়, “আমরা চাইলে মমতা ব্যানার্জির বাড়ির ভেতরে ঢুকে যেতে পারব। জল কামান, কাদানে গ্যাস দিয়েও আন্দোলনের গতি থামানো যায়নি। এখনও সাঁতরাগাছিতে বিক্ষোভ জারি রয়েছে।” ভবিষ্যতে আরও বড় আন্দোলনে (Nabanna Abhiyan) যাওয়ার ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু।