মুখ্যমন্ত্রীই একমাত্র পারেন চাকরি দিতে: ব্রাত্য বসু

SLST চাকরিপ্রার্থীদের সাথে বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, আইনি জট কাটবে দ্রুত। জট কাটলেই আইন অনুযায়ী নিয়োগ শুরু হবে। চাকরিপ্রার্থীদের সাথে বৈঠকের পর শিক্ষামন্ত্রী…

SLST job seekers

short-samachar

SLST চাকরিপ্রার্থীদের সাথে বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, আইনি জট কাটবে দ্রুত। জট কাটলেই আইন অনুযায়ী নিয়োগ শুরু হবে। চাকরিপ্রার্থীদের সাথে বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন মহামান্য আদালত যেভাবে চাইবে, আমরা সেভাবে নিয়োগ দেব। এখন বিষয়টা আইনি কিছু জটিলতায় আটতে আছে। আশা করছি যে, এই আইনি জটিলতা সত্ত্বর কেটে যাবে।

   

চাকরি চেয়ে না পেয়ে টানা ১০০২ দিন বিক্ষোভকারী SLST চাকরিপ্রার্থীদের সাথে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠক করলেন। সোমবার নবান্নে সেই বৈঠকে চাকরিপ্রার্থীদের প্রতিনিধি হয়ে ছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সাথে চলা বৈঠক SLST চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দল ছাড়াও ছিলেন শিক্ষা সচিব, এসএলএসটির চেয়ারম্যান, লিগ্যাল অফিসার। প্রায় ২ ঘণ্টার বৈঠক শেষে বেরিয়ে এসে এসএলএসটি চাকরিপ্রার্থীরা বলেন যে তারা আশ্বাস পেয়েছেন শিক্ষামন্ত্রীর কাছ থেকে। চাকরিপ্রার্থীরা জানান যে আইনি জট কাটানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং আবারও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। পরবর্তী বৈঠকের দিন আগামী ২২ ডিসেম্বর।

বিকাশ ভবনে ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক শেষে এসএলএসটির চাকরিপ্রার্থীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “জানতে চাইলাম আমাদের নিয়োগ দেওয়ার বাধাটা কোথায়? আজ আলোচনায় দেখলাম বিভিন্ন দফতরের মধ্যে একটা মিসকমিউনিকেশন ছিল। ঠিকভাবে আইনি জটিলতা কাটানোর চেষ্টা ফলপ্রসূ হয়নি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আইনি জটিলতা কাটিয়ে দ্রুততার সঙ্গে নিয়োগ দিতে হবে।”

চাকরিপ্রার্থীরা বলেন যে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের ৫ হাজার ৫৭৮ জনকেই নিয়োগ দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে তাদের। তারা জানান, “এই প্রক্রিয়া দ্রুততার সঙ্গে চালানোর সদিচ্ছা আমরা দেখেছি। আমরা জানতে চেয়েছিলাম কতদিনের মধ্যে আমরা নিয়োগ পাব? আগামী ১০ দিনের মধ্যেই কী হল তা জানানো হবে। ২২ তারিখ এখানেই আমাদের বৈঠক হবে।”

চাকরি প্রার্থীরা জানান যে নিয়োগের সমস্ত জটিলতা কাটানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং স্কুল সার্ভিস কমিশন ও শিক্ষা দফতর এই সমস্যার সমাধান করবে। চাকরিপ্রার্থীরা বলেন যে এই জটিলতা কাটলে ভাল কিছুই অপেক্ষা করছে। যাঁরা যোগ্য, চাকরি তাঁরা পাবেই, সেই আশ্বাস পেয়েছেন বলে জানালেন এদিনের বৈঠক শেষে। এক চাকরিপ্রার্থী বলেন, “আমরা খুশি বৈঠকে। এই সমন্বয় থাকলে সমস্যা মিটবে। আমরাও দ্রুত নিয়োগ পাব।”

আইনি জটিলতা নিয়ে চাকরি প্রার্থীরা বলেন, “সুপ্রিম কোর্টে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে মামলা চলছে। রাজ্য তা তৈরি করতে পারে কি পারে না এ নিয়েই মামলা। যদিও এটা যে তৈরি করা যায়, হাইকোর্টে শুনেছি বহুবার। তবে সেটা যোগ্য প্রার্থীদের জন্য হতে হবে। সরকার আদালতকে জানাবে নিশ্চয়ই যে তারা শুধু যোগ্য প্রার্থীকেই চাকরিটা দেবে।”