কলকাতা ২৬ সেপ্টেম্বর: চতুর্থীর সকালেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর স্বস্তির খবর। জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । এই খবর রাজ্য রাজনীতিতে নতুন চাঞ্চল্য তৈরি করেছে। তবে এই প্রসঙ্গে সরাসরি মন্তব্য করতে চাননি বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কোনও মন্তব্য করব না। শুধু চাইব, সুস্থ থাকুন, নীরোগ থাকুন।”
পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই গ্রেফতার করেছিল। দীর্ঘদিন জেল হেফাজতে থাকার পর চতুর্থীর সকালে আদালত শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। আদালত এই জামিনে কিছু শর্ত আরোপ করেছে, যা মানা বাধ্যতামূলক। আইনজীবীদের মতে, চার্জ গঠন ও সাক্ষ্যগ্রহণের পরই প্রাক্তন শিক্ষামন্ত্রী স্থায়ীভাবে মুক্তি পাবেন।
জামিন সংক্রান্ত প্রশ্ন করা হলে ব্রাত্য বসু মন্তব্য এড়িয়ে গেছেন। তবে তিনি শিক্ষার্থীদের ও সাধারণ মানুষের জন্য সুস্থতা ও নিরাপত্তার শুভেচ্ছা জানিয়েছেন। “সুস্থ থাকুন, নীরোগ থাকুন”— এই সংক্ষিপ্ত বার্তায় তিনি রাজনৈতিক নিরপেক্ষতার সুর বজায় রাখার চেষ্টা করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের সংক্ষিপ্ত ও সংযত প্রতিক্রিয়া রাজনৈতিক পরিসরে একটি শক্তিশালী বার্তা দেয়। এটি একদিকে ব্যক্তিগত মনোভাব প্রকাশ করে না, আবার অন্যদিকে পরিস্থিতি সম্পর্কে যথাযথ সতর্কতা ও সতর্কতা প্রদর্শন করে।
পার্থ চট্টোপাধ্যায়ের জামিন রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিরোধী দলের নেতারা এই ঘটনার রাজনৈতিক প্রভাব নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। যদিও বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সরাসরি মন্তব্য করতে না চাইলেও, তার সংক্ষিপ্ত বার্তা শিক্ষার্থীদের জন্য শান্তি ও সুস্থতার বার্তা বহন করছে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
