ভাটপাড়ায় বোমাবাজি! ভয়ের পরিবেশ তৈরি করছে তৃণমূল, দাবি অর্জুনের

লোকসভা ভোট মিটে গেলেও এখনও বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্দর থেকে। প্রসঙ্গত এইবার লোকসভা ভোটের অন্যতম আলোচিত কেন্দ্র ছিল ব্যারাকপুর। ব্যারাকপুরের…

Arjun singh

লোকসভা ভোট মিটে গেলেও এখনও বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্দর থেকে। প্রসঙ্গত এইবার লোকসভা ভোটের অন্যতম আলোচিত কেন্দ্র ছিল ব্যারাকপুর। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর বিপরীতে লড়েছেন তৃণমূলের গুড বয় পার্থ ভৌমিক। মোটের ওপর ভোট শান্তিপূর্ণ হলেও ভোটের পরে বোমাবাজির ঘটনা ঘটল ভাটপাড়ায়। সেই নিয়ে আবার শুরু হল রাজনৈতিক তরজা।

   

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ভাটপাড়ায় ১৮ নম্বর ওয়ার্ড-এর এক বিজেপি নেতার বাড়ির সামনে বোমা মেরে পালায় কিছু দুষ্কৃতী। জানা গিয়েছে ওই বিজেপি নেতার নাম উমা শঙ্কর সিং। তাঁর এলাকায় যথেষ্ট দাপট আছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় অর্জুন সিং সমাজ মাধ্যমে লেখেন, ” হার নিশ্চিত জেনে হতাশায় এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে তৃণমূল।” ওই পোস্টটি নির্বাচন কমিশনকে ট্যাগ করে বারাকপুরের বিজেপি প্রার্থী। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অভিযুক্তকে গ্রেপ্তারির দাবিতেও সরব অর্জুন সিং।

প্রসঙ্গত কিছুদিন আগেই তিনি নির্বাচন কমিশনকে একটি চিঠি লিখে জানান যে ভোট গণনার দিন তৃণমূলের নেতারা স্ট্রং রুমে ঢুকে ভোট গণনার ফলাফলকে প্রভাবিত করতে পারে। শুধু তাই নয়, এলাকায় অশান্তিও ঘটাতে পারে বলে তিনি অভিযোগ করেন। অন্যদিকে আবার তৃণমূলের তরফে পাল্টা অর্জুন সিং-এর দিকে অভিযোগ করা হয়।