Kolkata: কলকাতায় ফের কালো টাকা! গড়িয়াহাটে কোটি টাকা উদ্ধার

কলকাতায় (Kolkata) যেন কালো টাকা উড়ছে। পরপর দুদিন কোটি কোটি টাকা উদ্ধার হলো। বালিগঞ্জের পর এবার গড়িয়াহাট থেকে উদ্ধার করা হয়েছে বিপুল টাকা।

Black money again in Kolkata

কলকাতায় (Kolkata) যেন কালো টাকা উড়ছে। পরপর দুদিন কোটি কোটি টাকা উদ্ধার হলো। বালিগঞ্জের পর এবার গড়িয়াহাট থেকে উদ্ধার করা হয়েছে বিপুল টাকা। কমপক্ষে কোটি টাকা মিলেছে একটি গাড়ি থেকে। গ্রেফতার ২ জন। কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা ও বিশেষ টাস্ক ফোর্সের অভিযানে উদ্ধার করা হয় টাকা।

Advertisements

আরও পড়ুন:Coal smuggling: ইডির দাবি কোটি কোটি টাকা পাচারে জড়িত মন্ত্রী, শুভেন্দুর ইঙ্গিতে তীব্র চাঞ্চল্য

   

এত টাকা কোথা থেকে আসছে? কোথায় যাচ্ছে? এই প্রশ্ন বারবার উঠছে। এদিকে বুধবার ইডি যে অভিযান চালিয়েছিল, তাতে গজরাজ লিমিটেড থেকে কোটি টাকার বেশি কালো টাকা বাজেয়াপ্ত করা হয়। ইডির দাবি, এসব কয়লা পাচারের টাকা। এই লেনদেনে জড়িত অত্যন্ত প্রভাবশালী এক মন্ত্রী।

ইডির দাবির পর প্রশ্ন উঠছে তিনি কে ? একের পর এক নাম ভাসছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যে বালিগঞ্জ থেকে প্রায় ৯ কোটি টাকা অন্যত্র পাচারের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল বলে ইডি জানায়। তবে গজরাজ লিমিডেটের অফিসে যে কোটি টাকা মিলেছে তার সূত্র ধরে তদন্ত চলছে।

৩টি গাড়িতে ৯ কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বালিগঞ্জের অফিসে। এমনই দাবি ইডির। কয়লা পাচারের তদম্ত নিয়েছে চাঞ্চল্যকর মোড়। তবে যাবতীয় অভিযোগ উড়িয়ে দেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

বিরোধী দলনেতার টুইটে আরও চাঞ্চল্য। তিনি লিখেছেন, ‘সব খেয়েছে হাওয়াই চটি’। কে খেয়েছে তার নাম ইঙ্গিতে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইডির বিজ্ঞপ্তিতে মন্ত্রী জড়িত বলার পরই শুভেন্দুর টুইটে তীব্র জল্পনা ছড়ায়।