World Cup: টিকিট কালোবাজারির তদন্তে ফের স্নেহাশিস গাঙ্গুলিকে পুলিশের তলব

ইডেন ম্যাচে টিকিটের কালোবাজারির অভিযোগ, ফের সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলিকে নোটিশ পাঠালো লালবাজার। শুক্রবার তাকে ময়দান থানায় ডেকে পাঠানো হয়। কিন্তু সিএবি সভাপতি না আসায়…

ইডেন ম্যাচে টিকিটের কালোবাজারির অভিযোগ, ফের সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলিকে নোটিশ পাঠালো লালবাজার। শুক্রবার তাকে ময়দান থানায় ডেকে পাঠানো হয়। কিন্তু সিএবি সভাপতি না আসায় ফের ডেকে পাঠানো হয়েছে। বলা হয়েছে সিএবি সভাপতি যদি না আসতে পারেন তবে তাঁর কোনো প্রতিনিধিকে পাঠানো হয় লালবাজারের তরফে এমন নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

এদিন সিএবির সভাপতির পাশাপাশি ডেকে পাঠানো হয়েছিল এক টিকিট বিক্রিকারী সংস্থার আধিকারিকদেরও। শুক্রবার তাঁরাও আসেন নি। তাই আজ দুপুর ১২টায় টিকিট বিক্রিকারী সংস্থার আধিকারিকদেরও ডেকে পাঠানো হয়েছে ময়দান থানায়।

রবিবার ভারত–দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ। তার আগে টিকিটের কালোবাজারির অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এই ম্যাচের টিকিট নিয়ে কার্যত হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। মিলছে না টিকিট। আবার কিছু ক্ষেত্রে টিকিট মিললেও তা বিক্রি হচ্ছে চড়া দামে।

জানা গিয়েছে,কালোবাজারির অভিযোগ তুলে ময়দান এবং এন্টালি থানায় মোট ৭টি এফআইআর হয়েছে।সিএবি এবং অনলাইনে টিকিট বিক্রি করা সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ জানিয়েছেন ক্রিকেট প্রেমীরা। টিকিট না পেয়ে বেজায় ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীদের একাংশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, টিকিট কালোবাজারির অভিযোগে শুক্রবার দুপুর পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৯৪টি টিকিট বাজেয়াপ্ত করেছে পুলিশ।