মমতাকে ‘অপমান’ ইস্যুতে উত্তাল বিধানসভা, ‘সত্যের অপলাপ’, বলে ওয়াকআউট BJP-র

ফের একবার উত্তাল হয়ে উঠল রাজ্য বিধানসভা। সোমবার বিধানসভা থেকে ওয়াকআউট করলেন বিজেপি (BJP) বিধায়করা। সম্প্রতি নীতি আয়োগের বৈঠকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলার সুযোগ…

ফের একবার উত্তাল হয়ে উঠল রাজ্য বিধানসভা। সোমবার বিধানসভা থেকে ওয়াকআউট করলেন বিজেপি (BJP) বিধায়করা। সম্প্রতি নীতি আয়োগের বৈঠকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। বক্তব্যের মাঝপথেই নাকি মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে আজ এই ঘটনার প্রসঙ্গ ওঠে বিধানসভায়। যদিও এই ঘটনায় গর্জে ওঠেন বিজেপি বিধায়করা। সত্যের অপলাপ, প্রস্তাবের বিরোধিতায় এদিন বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। স্বাভাবিকভাবেই এহেন ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

   

সোমবার বিধানসভায় প্রস্তাব পেশ করেন মানস ভুঁইয়া। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধের অভিযোগে প্রস্তাব জারি করে টিএমসি। এরপরেই গর্জে ওঠে গেরুয়া শিবির। সরাসরি প্রস্তাবের বিরোধিতা করে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

তৃণমূলের বক্তব্য, ‘বাংলার বঞ্চনা নিয়ে সরব হওয়ায় নীতি আয়োগে মমতাকে বাধা দেওয়া হয়। বাংলার কথা বলতে না দিয়ে অপমান করা হয়েছে।’ এই প্রস্তাব পেশ হতেই সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। এদিকে পাল্টা বিধানসভায় স্লোগান দেন শাসক দলের বিধায়করা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের নবম বৈঠক হয়। যদিও বৈঠকে যোগ দিতে আসা মমতা বন্দ্যোপাধ্যায় মাঝপথে বড় অভিযোগ করে সভা ছেড়ে বেরিয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তাঁকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি এবং পাঁচ মিনিটের মধ্যে তাঁকে আটকে দেওয়া হয়। যদিও সরকারি সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করার দাবি ভুল।

রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে বৈঠক থেকে বেরিয়ে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি বৈঠক বয়কট করেছি। চন্দ্রবাবু নাইডুকে বক্তব্য রাখার জন্য ২০ মিনিট এবং আসাম, গোয়া, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীরা ১০-১২ মিনিট বক্তব্য রাখেন। এটা ভুল। বিরোধী দলের পক্ষ থেকে, আমি কেবল এখানে প্রতিনিধিত্ব করছি, এবং আমি এই সভায় অংশ নিচ্ছি কারণ আমি সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তাকে শক্তিশালী করতে বেশি আগ্রহী … নীতি আয়োগের কোনও আর্থিক ক্ষমতা নেই, কীভাবে কাজ করবে? “