নাড্ডার সাথে দূরত্ব? শুভেন্দুকে নিয়ে প্রশ্ন দলীয় বিধায়কদের

কলকাতায় বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তহে তাঁর সাংগঠনিক বৈঠকে কেন গরহাজির শুভেন্দু অধিকারী? এ নিয়ে রাজনৈতিক মহলে বাড়ছে উত্তাপ। নাড্ডার উপস্থিতিতে বিজেপির কোর কমিটির বৈঠক…

কলকাতায় বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তহে তাঁর সাংগঠনিক বৈঠকে কেন গরহাজির শুভেন্দু অধিকারী? এ নিয়ে রাজনৈতিক মহলে বাড়ছে উত্তাপ। নাড্ডার উপস্থিতিতে বিজেপির কোর কমিটির বৈঠক হয় সায়েন্স সিটির অডিটোরিয়ামে। সেই বৈঠকে হাজির থাকলেও ওয়েস্ট ইন এর কোর কমিটির বৈঠকে গরহাজির শুভেন্দু অধিকারী। বৈঠকের কয়েক ঘন্টা আগে নাড্ডা সহ রাজ্য নেতৃত্ব বসে আলোচনা করেন।

জে পি নাড্ডার তিনটি প্রোগ্রাম ছিল, তার মধ্যে একটিতে শুভেন্দু অধিকারী গেছিলেন। সাধারণত, জে পি নাড্ডা বা অমিত শাহ এলে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে একসঙ্গে দেখা যায় সব অনুষ্ঠানে। কিন্তু আশ্চর্যজনক ভাবে কাল সেই দৃশ্য দেখা যায়নি। সায়েন্স সিটির প্রোগ্রামে রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে যে ভাষায় কথা বলেছেন তা নিন্দাআজনক। নাড্ডাকে বসিয়ে রাজ্য নেতৃত্বের বক্তব্য, আগে নিজের এলাকা ঠিক করুন, তারপর অন্যদের ভাষণ দেবেন।

এ ঘটনা বিজেপির মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে। এরপরই ছিলেন কোর কমিটির বৈঠক। সেখানে আশ্চর্যজনকভাবে শুভেন্দু অধিকারী ছিলেন না। তাতেই বিতর্ক সৃষ্টি হয়েছে। শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তার বক্তব্য “উনি জানেন, আগেই জানিয়েছিল সব বৈঠকে উনি থাকতে পারবেন‌ না “। দলের মধ্যে ঐক্য আনার চেষ্টা সেটা বারবার আঘাত‌ পাচ্ছে। কখনো স্বেচ্ছাচারিতা বা গোষ্ঠীবাজি তাই দেখতে পেল দল।

সাংসদ এমএল-এ বৈঠক আছে । শুভেন্দু অধিকারী সেখানে থাকবেন বলে জানা গেছে। সেখানে তিনি এসে তার বক্তব্য দেবেন জে পি নাড্ডার কাছে‌।