নতুন তৃণমূল মানুষকে বোকা বানানোর চেষ্টা : দিলীপ ঘোষ

তৃণমূলে কি মমতা পর্ব শেষ? নতুন তৃণমূল গঠনের পোস্টারের পর তীব্র আলোড়ন রাজনৈতিক মহলে। এই পোস্টারে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি। রাজ্য জুড়ে সরকারের…

Abhishek Banerjee, TMC leader

তৃণমূলে কি মমতা পর্ব শেষ? নতুন তৃণমূল গঠনের পোস্টারের পর তীব্র আলোড়ন রাজনৈতিক মহলে। এই পোস্টারে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি। রাজ্য জুড়ে সরকারের নেতা, বিধায়ক ও মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সিবিআই ও ইডি অভিযান চলছে। এর মাঝে দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় ‘নতুন তৃণমূল গঠনের’ একাধিক পোস্টার দেখে চাঞ্চল্য।

Advertisements

এই নতুন তৃণমূল নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে। তিনি বলেন, বাম আমলেও নতুন সিপিআইএম স্লোগান দিয়ে বুদ্ধবাবুও ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তারপর কী হল?

   

দিলীপ ঘোষ বলেন, দুর্নীতির হাত মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছে। ইঞ্চি সাইজ থেকে ফুট সাইজ তৃণমূল কংগ্রেসের সব নেতারাই দুর্নীতিগ্রস্ত। তাই মানুষকে বোকা বানানোর একটি নতুন ফান্ডা তৈরি করা হয়েছে। এখন পোস্টার দিয়ে, নতুন স্লোগান দিয়ে আবার টিএমসিকে বাঁচানোর চেষ্টা চলছে। কিন্তু মানুষ বুঝে গিয়েছে টিএমসির আসল চেহারাটা কী। আমার মনে হয় না, বাংলার মানুষ এই টিএমসির দিকে ঘুরে তাকাবে।দুর্নীতি ছাড়া তৃণমূল চলতেও পারবে না, আর দুর্নীতি ছাড়া তৃণমূল ভাবাও যায় না।

Advertisements

মঙ্গলবার কলকাতার একাধিক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ তৃণমূলের পোস্টার পড়তে দেখা গেছে। ব্যানার পড়েছে হাজরা মোড়ে, কালীঘাট রোডে মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার মুখে। ব্যানারে লেখা, আগামী ছয় মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল, ঠিক যেমন সাধারণ মানুষ চায়। আবার কোথাও লেখ, মানুষ যেভাবে চায় সেভাবেই তৈরি হচ্ছে তৃণমূল।