ক্যাংলা পক্ষ তৃণমুলের অবৈধ সন্তান: তথাগত রায়

বাংলায় থেকে বাঙালিদের বঞ্চনার শিকার হতে হচ্ছে। এই অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায় সরব হয়েছে বাংলাপক্ষ। বারবার হিন্দিভাষীদের বিরুদ্ধেই সরব হয়েছে সংগঠনের কর্মীরা। অভিযোগ পরোক্ষভাবে বাংলাপক্ষ…

BJP leader Tathagata Roy criticized the Bangla Pokkho

বাংলায় থেকে বাঙালিদের বঞ্চনার শিকার হতে হচ্ছে। এই অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায় সরব হয়েছে বাংলাপক্ষ। বারবার হিন্দিভাষীদের বিরুদ্ধেই সরব হয়েছে সংগঠনের কর্মীরা। অভিযোগ পরোক্ষভাবে বাংলাপক্ষ (Bangla Pokkho) তৃণমূলের পক্ষ নিয়ে বিজেপির সমর্থকদের বিরুদ্ধে সরব হচ্ছে। এবার বাংলা পক্ষকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় (Tathagata Roy)।

তিনি ট্যুইট করেছেন “তৃণমূলের অবৈধ সন্তান ক্যাংলা পক্ষ ‘গুটকাখোর গুটকাখোর‘ বলে হিন্দিভাষীদের বিরুদ্ধে গলার রগ ফুলিয়ে ফেলে। কিন্তু আমি যখন বলি ২০১৯ সালে বিবিবাগান বস্তির ‘শান্তিপ্রিয়’ উর্দুভাষীরা তরুণ বাঙালি ডাক্তার পরিবহ মুখার্জির মাথার খুলি ফুটো করে দিয়েছিল তখন তারা চুপ”।

নাম না করলেও এই আক্রমণ যে বাংলা পক্ষের বিরুদ্ধে তা বোঝাই যাচ্ছে। পরে অবশ্য বিজেপি নেতা লিখেছেন “কিছু বুঝলেন?”

Advertisements

এই আক্রমণ নতুন কিছু নয়। এর আগেও রাজ্যে বিজেপি সমর্থকদের হত্যার ঘটনায় কেন চুপ বাংলাপক্ষ উছেছে এই প্রশ্ন। এবার পুরনো একটি ঘটনা উল্লেখ করে বাংলাপক্ষকে একহাত নিলেন তথাগত রায়।

আমাদের এত খারাপ অবস্থা হয়নি যে তথাগত রায়ের মন্তব্যের প্রেক্ষিতে কিছু বলতে হবে৷ বাংলা পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে এমনটাই মন্তব্য আসে