আরজি করকাণ্ডে তৃণমূল যোগ! বিস্ফোরক বিজেপি নেতা

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনাকে (RG Kar Incident) ঘিরে উত্তাল হয়ে রয়েছে দেশ। কর্মরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মতো নক্ক্যারজনক…

tmc bjp আরজি করকাণ্ডে তৃণমূল যোগ! বিস্ফোরক বিজেপি নেতা

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনাকে (RG Kar Incident) ঘিরে উত্তাল হয়ে রয়েছে দেশ। কর্মরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মতো নক্ক্যারজনক ঘটনা ঘটেছে। এই ঘটনা সকলকে রীতিমতো অবাক করে ছেড়ে দিয়েছে। তবে এবার এই ঘটনায় রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা (Shehzad Poonawala)।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের নজরদারিতে পশ্চিমবঙ্গে যা ঘটেছে তা নির্ভয়া পার্ট ২-এর চেয়ে কম নয়। এটা যে ধর্ষণ ছিল না, গণধর্ষণ ছিল তা এখন স্পষ্ট। একের পর এক প্রমাণ সেদিকেই চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। কিন্তু গ্রেফতার করা হয়েছে মাত্র এক একজনকে। বাকি অভিযুক্তদের তৃণমূলের সঙ্গে যোগসাজশের কারণে রক্ষা করা হচ্ছে। তৃণমূল সরকারের তদন্ত কমিটিতে ইন্টার্ন ও তৃণমূলের ঘনিষ্ঠজনদের নিয়ে গঠিত। তাই তারা কিছু লুকাতে চায়।”

   

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসকের সঙ্গে এই জঘন্য অপরাধ নিয়ে ক্ষোভ রয়েছে দেশের চিকিৎসকদের মধ্যে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছে সরব হয়েছেন চিকিৎসকরা। কলকাতায় শিক্ষানবিশ চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ফোর্ডা।

কলকাতা থেকে শুরু করে দিল্লি, মুম্বাই, বিহার সর্বত্র বিক্ষোভ চলছে। এইমস, সফদরজং, আরএমএল, লোক নায়ক, জিবি পন্থ সহ সমস্ত বড় হাসপাতালের আবাসিক চিকিৎসকরা দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো ধর্মঘটে সামিল হয়েছেন। এই কারণে, ওপিডি এবং রুটিন সার্জারি ব্যবস্থা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। মুম্বইয়ের নায়ার হাসপাতালের চিকিৎসক ও মেডিক্যাল পড়ুয়ারাও এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আজ ওপিডি পরিষেবা বন্ধ থাকবে।