কলকাতার ঐতিহ্য ঘোড়ার গাড়ি বন্ধের আবেদন, মমতাকে চিঠি বিজেপির বাঙালি নেত্রীর

জনপ্রিয় টিভি শো ‘সারাভাই বনাম সারাভাই’, ‘অনুপমা’ খ্যাত বিজেপি নেত্রী রূপালী গঙ্গোপাধ্যায় চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আবেদন জানালেন কলকাতা শহর থেকে ঐতিহ্যবাহী ঘোড়ার…

BJP leader Rupali Ganguly Urges Mamata Banerjee To Stop Horse-Drawn Carriages, কলকাতায় ঘোড়ার গাড়ি বন্ধের আবেদন

জনপ্রিয় টিভি শো ‘সারাভাই বনাম সারাভাই’, ‘অনুপমা’ খ্যাত বিজেপি নেত্রী রূপালী গঙ্গোপাধ্যায় চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আবেদন জানালেন কলকাতা শহর থেকে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি তুলে দেওয়ার জন্য। বদলে পুরনো আমলের সুন্দর ওই গাড়িগুলো মোটরে চালানোর আর্জি জানানো হয়েছে।

রূপালী, পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস (PETA) ইন্ডিয়ার সদস্য। চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে, সাম্প্রতিককালে অতিরিক্ত পরিস্রমের দরুন প্রায় আটটি ঘোড়ার কলকাতার রাস্তায় প্রাণ গিয়েছে। চিঠিতে রূপালী লিখেছেন, ‘ঘোড়ায় টানা গাড়ি চলাচল কলকাতার মত ব্যস্ত শহরে জনসাধারণের জন্য অত্যন্ত ঝুঁকি সাপেক্ষ। এছাড়া ট্র্যাফিকেও বিপত্তি ঘটায়।’ শুধু ঘোড়া নয়, মানুষও আহত হচ্ছে অনবড়ত।

   

কেন রাজভবনে গিয়ে শপথে নারাজ সায়ন্তিকা-রেয়াত? নবান্নে বসে বিস্ফোরক মমতা

বিজেপি নেত্রীর অভিযোগ, ‘কোনও কারণে ঘোড়া গুরুতরভাবে আহত তাদের প্রায়শই পরিত্যক্ত বলা হয়।’ PETA ইন্ডিয়া এবং CAPE ফাউন্ডেশনের সমীক্ষায় দেখা গিয়েছে যে, কলকাতায় গাড়ি চালাতে বাধ্য করা কয়েক ডজন ঘোড়া রক্তাল্পতা, অপুষ্টিতে ভুগছে। অনেক সময়ই ঘোড়াগুলোকে ক্ষুধার্ত অবস্থায় পাওয়া যায়।

রূপালী, পরিচালক অনিল গঙ্গোপাধ্যায়ের মেয়ে এবং কোরিওগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায়ের বোন। ১৯৮৫ সালে সাত বছর বয়সে ‘সাহেব’ চলচ্চিত্রে তাঁর ক্যারিয়ার শুরু।

চলতি বছরেই মে মাসে, রূপালী ভারতীয় জনতা পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন।