সম্পত্তির লোভে বৃদ্ধ বাবা-মা-বোনকে বাড়িছাড়া বিজেপি নেতার

সম্পত্তির লোভে বৃদ্ধ বাবা-মা এবং বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিজেপি নেতার বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতার বাবা-মা।

BJP leader leaves

সম্পত্তির লোভে বৃদ্ধ বাবা-মা এবং বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিজেপি নেতার বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতার বাবা-মা।

ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বরানগর এলাকার। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। জানা গেছে, বাবা-মায়ের সঙ্গে ছেলের সম্পত্তি নিয়ে সমস্যা ছিল।

সম্পত্তির লোভে বৃদ্ধ বাবা-মা এমনকি বোনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনাটি বরানগর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ডাক্তার বাগান এলাকার।

বরানগরের বিজেপি নেতা বাবলু দে-র বিরুদ্ধে মা-বাবা ও বোনকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বিজেপি নেতা বাবলু দে পলাতক।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই বাবলু দে-র বাড়িতে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকত। বাবা-মায়ের সঙ্গে বাবলু ঝগড়া করত।

বিজেপি নেতার বাবা বলেছেন, ‘সে ঘরের জন্য অত্যাচার ও মারধর করছেন। এমনকি খাবার-জলও দেয় না। তাঁর মতে, বাড়িটি তাঁর নামে রেজিস্টার হওয়া উচিত্‍।” এলাকার বিজেপি নেতার নাম যুক্ত হওয়ায় দল অস্বস্তিতে। ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গুপী বিশ্বাস বলেন, “বিজেপি নেতা বাবলু দে অন্যায় করেছেন। পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কাজ করবে।”

বাবা-মাকে মারধরের ঘটনায় নিন্দা করেছেন বিজেপি নেতা কিশোর কর। তিনি বলেন, ‘এটা একটা সামাজিক পতন। এ ধরনের ঘটনা কেউ সমর্থন করবে না। প্রশাসনের কাছে উপযুক্ত শাস্তি দাবী করেছে বিজেপি নেতৃত্ব।”