‘ভারত’ নিয়ে চড়া সুর, ব্রিটিশদের মূর্তি তুলে ফেলার হুমকি দিলীপ ঘোষের

‘ ভারত ‘ নিয়ে চড়া সুর দিলীপ ঘোষের। বিজেপি ক্ষমতায় আসলে কলকাতা থেকে ব্রিটিশদের মূর্তি তুলে ফেলা হবে। ভারত থেকে ইন্ডিয়া করা যাবেনা। খড়গপুর থেকে…

‘ ভারত ‘ নিয়ে চড়া সুর দিলীপ ঘোষের। বিজেপি ক্ষমতায় আসলে কলকাতা থেকে ব্রিটিশদের মূর্তি তুলে ফেলা হবে। ভারত থেকে ইন্ডিয়া করা যাবেনা। খড়গপুর থেকে হুঙ্কার দিলেন দিলীপ ঘোষ। একের পর এক বাক্যবান ছুড়লেন দিলীপ ঘোষ। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপার।

বিজেপি সাংসদ দিলীপ ঘোষ হুঙ্কারের সুরে বলেন, ” ব্রিটিশ, মুঘলরা যারা আমাদের দেশকে পরাধীন করেছিল তাদের কোনও স্মৃতিচিহ্ন ভারতবর্ষে থাকবে না। কোনও বাপের বেটার হিম্মত থাকলে করুক। রাস্তাঘাটে অনেক ব্রিটিশদের মূর্তি ছিল, কোথায় এখন? একটা দুটো আছে উপরে ফেলব আমরা। সেগুলো নিয়ে মিউজিয়ামে রাখা হয়েছে মিউজিয়ামেই থাকবে গোলামীর চিহ্ন রাস্তায় থাকবে না। আমাদের ছেলেরা দেখবে ব্রিটিশদের মুখ এটা চলবে না। ওখানে ভগিনী নিবেদিতার মূর্তি থাকবে”।

   

মুসলিমদের নিশানা করে দিলীপ ঘোষ আরো বলেন, “ঔরঙ্গজেব যে খুব অত্যাচারী ছিল। আর একজন মুসলিমের নাম রয়েছে এপিজে আবদুল কালাম সে আমাদের বাড়ির ছেলে। মিসাইল ম্যান তিনি ভারতকে গর্বিত করেছেন তিনি ভারতীয়। যাদের ইন্ডিয়া শুনলে আনন্দ হয়। আর ভারত শুনলে পেট ব্যাথা হয় তারা যেখানে খুশি চলে যান। ভারতবর্ষে থেকে ইন্ডিয়া বলা যাবে না। এটা নতুন ভারত এখানে ইন্ডিয়া হবে না”।

বিজেপি বিরোধী জোট তাদের দলের নাম I.N.D.I.A রাখার পর থেকেই কেন্দ্র সরকারের সঙ্গে অন্যান্য দলের ক্ষোভ নজরে এসেছে। প্রধানমন্ত্রী ইন্ডিয়ার বদলে ভারত নামটিকে বেশি প্রাধান্য দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে এবার দিলীপ ঘোষ ইন্ডিয়া না বলে ভারতবর্ষ বলার দাবিতে হুঙ্কার দিয়েছেন। এর সঙ্গেই তিনি ব্রিটিশদের সমস্ত মূর্তি তুলে ফেলার হুমকি দিয়েছেন। যা নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে।