রাজ্য পুলিশ সড়ক পথে তোলাবাজি করছে! সেই ঘটনার প্রতিবাদ করেন আইনজীবী তথা সদ্য হওয়া বিজেপি নেতা কৌস্তভ বাগচী(koustav Bagchi)। তাঁর সমাজমাধ্যমের পোস্ট থেকে জানা গিয়েছে যে এক কর্তব্যরত পুলিশকর্মী সড়ক পথে এই পণ্যবাহী গাড়ি থেকে তোলা তুলছিলেন। সেই সময় অই সড়ক পথ দিয়ে ফিরছিলেন কৌস্তব, এই ঘটনা দেখে তিনি প্রতিবাদ করেন। এই প্রতিবাদের ফলস্বরূপ তাঁকে পাল্টা পুলিশি শাসানির মুখে পড়তে হয়। তাঁর অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, তাঁকে গালিগালাজ করেন ওই পুলিশকর্মী। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে খড়দহ থানায় অভিযোগ করেছেন এবং রাজ্যসরকারের অন্যান্য প্রশাসনিক দপ্তরে মেল মারফৎ অভিযোগ করেছেন।
মুখ্যমন্ত্রীর ক্ষোভের কোপ? কলকাতা পুলিশে এবার বড়সড় রদবদল
ঘটনা সোমবার রাতের। কৌস্তভের সোশাল মিডিয়া পোস্ট থেকে জানা যাচ্ছে, খড়দহ থানায় কর্মরত ভিএন তিওয়ারি নামে এক পুলিশকর্মী রাতে বিটি রোডে পণ্য়বাহী গাড়ি থামিয়ে তোলাবাজি করছিলেন। আর সেই কারণে টাটা গেট ও টিটাগড় পৌরসভার মাঝের রাস্তায় অকারণ যানজট তৈরি হয়। কৌস্তভ সেখান দিয়ে যাওয়ার সময়ে এই দৃশ্য দেখে প্রতিবাদ করেন। অভিযোগ, সেসময় ওই পুলিশকর্মী তাঁকে হুমকি দেন, গালিগালাজ করেন।
এই পুরো ঘটনার কথোপকথন তিনি সমাজমাধ্যমে ছেড়েছেন। খড়দহ থানায় অভিযোগের পাশাপাশি পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করেছেন তিনি। বিজেপি নেতার দাবি, এটাই বর্তমান পুলিশ প্রশাসনের প্রকৃত চিত্র। আইনশৃঙ্খলার ভার শিকেয় তুলে পুলিশ ব্যস্ত তোলাবাজিতে! আইনজীবী নিজের সমাজমাধ্যমে লিখেছেন যে, তিনি এই ঘটনার শেষ দেখে ছাড়বেন।