Loksabha election 2024:”এজেন্সি দিয়ে ভোট করাচ্ছে বিজেপি” মাথাভাঙা থেকে দাবি মমতার

তাপমাত্রা যতই বৃদ্ধি পাক,ভোট যে দোরগোড়ায়। তাই তাপ প্রবাহকে উপেক্ষা করে চলেছে ভোটপ্রচার। কোচবিহার থেকেই উত্তরবঙ্গে আনুষ্ঠানিক ভোটপ্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার…

তাপমাত্রা যতই বৃদ্ধি পাক,ভোট যে দোরগোড়ায়। তাই তাপ প্রবাহকে উপেক্ষা করে চলেছে ভোটপ্রচার। কোচবিহার থেকেই উত্তরবঙ্গে আনুষ্ঠানিক ভোটপ্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মাথাভাঙার গুমানির হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়ার সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।। ২০১৯-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গের একাধিক আসন হারিয়েছিল তৃণমূল কংগ্রেস। কোচবিহার, জলপাইগুড়ি,আলিপুরদুয়ার এই তিনটি আসনেই জয় পেয়েছিল বিজেপি। এবার সেই উত্তরবঙ্গকেই পাখির চোখ করতে চায় তৃণমূল। যা জানা যাচ্ছে,উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী অন্তত ১০টি সভা করবেন।

ইতিমধ্যে দলীয় পতাকায় সাজানো হয়েছে গুমানির হাট উচ্চ বিদ্যালয়ের মাঠকে। সেই সভায় ভিড় উপচে পড়ে। কোচবিহারের মাথাভাঙায় জনসভা করে নেত্রী প্রথমেই উল্লেখ করেন “জলপাইগুড়িতে ঝড়ের পর সেই গভীর রাতে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছিলাম। তড়িঘড়ি মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা। সেখানে ৭০০-৮০০ বাড়ি ধুলোয় মিশে গিয়েছে। দুর্যোগ ক্ষতিগ্রস্তদের বাড়ি আমারাই ঠিক করে দেব। কমিশনকে অনুরোধ বিষয়টিকে আটকে রাখবেন না।”

   

পাশাপাশি বিজেপির দিকে আঙুল দেখিয়ে অভিযোগ করেন “নির্বাচনীবিধি মানে না বিজেপি। সংবিধান মানে না। বিজেপি বলেছে ভোট দাও এজেন্সি থেকে মুক্তি পাও। ওদের একটাই নীতি এক দেশ এক দল। এজেন্সি দিয়ে ভোট করাচ্ছে বিজেপি ।এজেন্সির কাছে মাথা নত করব না। আপনারাও করবেন না।” এ ছাড়া তিনি বলেন রাজবংশী ও সংখ্যালঘু ৫ জন ভাইকে মেরেছে । তারপর অভিযুক্ত কে আবার প্রার্থী করেছে।” রাজ্যের শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন ৩ বছর কাজ করিয়ে টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। সঙ্গে আবাস ও ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে তবে সেই টাকা মিটিয়ে দিয়েছে রাজ্য।” বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো।

সিএএ,এনআরসি নিয়েও বলতে ছাড়লেন না তিনি বললেন, “ভোটের আগে সিএএ নিয়ে চিৎকার করছে। বাংলায় সিএএ, এনআরসি হবে না।” এ ছাড়াও বলেন বাংলার ১ লক্ষ ৭৪ হাজার টাকা আটকে রেখেছে কেন্দ্র। এরপর ১২ তারিখে আবারও উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার শুরু করবেন তৃণমূল নেত্রী। ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত টানা উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার চালিয়ে যাবেন মমতা।