ভোট শেষ হতেই বিজেপির কাউন্টিং এজেন্টকে হুমকি পোষ্টার! চাঞ্চল্য এলাকায়

ভোট মিটতেই বাংলার একাধিক জায়গা থেকে আসতে শুরু করেছে অশান্তির ছবি। শুধু তাই নয় ঘটেছে মৃত্যুর ঘটনা। এছাড়া বাংলার একাধিক জায়গায় বোমাবাজির ঘটনাও ঘটেছে বলে…

threat poster

ভোট মিটতেই বাংলার একাধিক জায়গা থেকে আসতে শুরু করেছে অশান্তির ছবি। শুধু তাই নয় ঘটেছে মৃত্যুর ঘটনা। এছাড়া বাংলার একাধিক জায়গায় বোমাবাজির ঘটনাও ঘটেছে বলে জানা গিয়েছে। আগামী মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল, সেই ফলাফলের আগে এইবার বিজেপির কাউন্টিং এজেন্টকে হুমকি পোষ্টার! এই ঘটনায় স্বাভাবিক ভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিজেপির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর গোবিন্দ হাজরাকে কাউন্টিং সেন্টারে গেলে গুলি করে খুনের হুমকি দেওয়া হয়েছে। পোস্টারটি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গোবিন্দ হাজরার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে ভয় দেখানোর জন্য এই ধরনের পোস্টার ছড়ায়। তবে তিনি ভয় পাচ্ছেন না, সে কথাও স্পষ্ট জানিয়ে দেন গোবিন্দ। তাঁর আরও দাবি, এবারের নির্বাচনে বিজেপি ভাল ফল করবে। গণনার দিনে তিনি কাউন্টিং সেন্টারেও যাবেন, জানিয়ে দিয়েছেন গোবিন্দ।

Advertisements

আবার অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ডোমজুর বিধানসভার ব্লক সভাপতির জানিয়েছেন যে তাঁরা কোনও ব্যক্তির বিরুদ্ধে লড়াই করছে না। তিনি আরও জানিয়েছেন যে পুলিশ প্রশাসন গোটা ঘটনার তদন্ত করলেই সত্যি বেরিয়ে আসবে। তৃণমূল কখনও এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয়। ঘটনার প্রেক্ষিতে ওই বিজেপি নেতা জগদীশপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন।