আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানের কেন্দ্র সন্দেশখালি, বিস্ফোরক BJP

সন্দেশখালি ইস্যুতে ফের একবার বিস্ফোরক দাবি করল বঙ্গ বিজেপি (BJP)। লোকসভা ভোটের আবহে সন্দেশখালিতে একপ্রকার অস্ত্র ভাণ্ডার মেলে। আজ রবিবার এই ইস্যুতে ফের সরব হল…

সন্দেশখালি ইস্যুতে ফের একবার বিস্ফোরক দাবি করল বঙ্গ বিজেপি (BJP)। লোকসভা ভোটের আবহে সন্দেশখালিতে একপ্রকার অস্ত্র ভাণ্ডার মেলে। আজ রবিবার এই ইস্যুতে ফের সরব হল বিজেপি। আজ সল্টলেকে বিজেপির অফিসে সাংবাদিক বৈঠকে বসেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chatterjee)।

তিনি বলেন, ‘সন্দেশখালি আন্তর্জাতিক অস্ত্র চোলাচালানের অন্যতম জায়গা। আমেরিকা, চেক প্রজাতন্ত্রে তৈরি হওয়া রিভলভার মিলছে সন্দেশখালিতে। ২৪৫টি ৯এমএম গুলি মিলেছে। গত ১৩ বছরে শেখ শাহজাহানদের মুক্তাঞ্চল অস্ত্রাঞ্চলে পরিণত হয়েছে। যে অস্ত্র উদ্ধার হয়েছে তা সাধারন মানুষের ব্যবহারযোগ্য নয়। যে সব কার্তুজ মিলেছে সেগুলি উদ্ধার হওয়া অস্ত্রের নয়, তাহলে বাকিগুলি কোথায় গেল।’

   

উল্লেখ্য, সন্দেশখালিতে প্রাক্তন তৃণমূল নেতা শাহজাহান শেখের এক সহযোগীর বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে সিবিআই। এতে পুলিশের সার্ভিস রিভলবার ও বিদেশি বন্দুকসহ তাজা বোমাও ছিল। বোমাগুলি নিষ্ক্রিয় করতে আসে এনএসজি দল। তারা ক্যালিবার রোবটের মাধ্যমে বোমা আবিষ্কার ও নিষ্ক্রিয় করে।

ভোটের সময় তৃণমূলের বদনাম করতে কেন্দ্রীয় এজেন্সি অতিসক্রিয় বলে অভিযোগ করেছে তৃণমূল। জানুয়ারিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) একটি দলের উপর হামলা চালায় শাহজাহান শেখের সমর্থকরা। এই মামলায় গ্রেফতারের পর শেখ শাহজাহান কেন্দ্রীয় সংস্থার হেফাজতে রয়েছেন।