অভিষেকের সাংসদ পদ খারিজ হোক, সৌমিত্র খাঁয়ের চিঠিতে শোরগোল

বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান তাঁর ফেসবুকে লিখেছেন, “সাংসদ সদস্য হিসেবে আমাদের কিছু নিয়ম-কানুন মেনে চলা উচিত। যেভাবে #অভিষেক ব্যানার্জী WB এর মাননীয় হাইকোর্টের…

Saumitra Khan

বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান তাঁর ফেসবুকে লিখেছেন, “সাংসদ সদস্য হিসেবে আমাদের কিছু নিয়ম-কানুন মেনে চলা উচিত। যেভাবে #অভিষেক ব্যানার্জী WB এর মাননীয় হাইকোর্টের বিচারপতি ও বিচারব্যাবস্থা কে নিয়ে মন্তব্য করেছেন, এটা আমাদের বিচার বিভাগ বা আমাদের সংবিধানের অপমান। শ্রদ্ধেয় লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা জী মহোদয় কে এই মর্মে একটি চিঠি প্রদান করলাম। এটার সঠিক পদক্ষেপের জন্য।।”

তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিযুক্তদের রক্ষাকবচ দিচ্ছে আদালত। বিজেপির গুণ্ডাবাহিনীকে মদত দিচ্ছে আদালত। তার জন্য পুলিশ নিতে পারছে না। অভিষেকের এমন মন্তব্যের পর বিতর্ক তীব্র। সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন এই আদালতেই রক্ষাকবচ পেতে দৌড়ে বেড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সরাসরি অভিষেকের সাংসদ পদ বাতিলের দাবি করলেন। তবে তাতাৎপর্যপূর্ণ, দেশের অন্যতম দুঁদে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য কিন্তু এমন কোনও দাবি করেননি।

Advertisements

পঞ্চায়েত ভোটের পর নন্দীগ্রামে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নাম উল্লেখ করে বলেছিলেন, ‘‘বিচারপতি রাজাশেখর মান্থা সমাজবিরোধীদের রক্ষাকবচ দিচ্ছেন।’’

এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ