Abhishek Banerjee: হাইকোর্টে জোর ধাক্কা খেল বিজেপি

অভিষেকের মন্তব্যের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সোমবার (২৪ জুলাই) হাইকোর্টে ধাক্কা খেল বিজেপি। একুশে জুলাই বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক…

অভিষেকের মন্তব্যের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সোমবার (২৪ জুলাই) হাইকোর্টে ধাক্কা খেল বিজেপি। একুশে জুলাই বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের বিরোধিতা করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় বিজেপি। দ্বারস্থ হয়ে মামলা দায়ের করে দ্রুত শুনানির আবেদন করা হয়।

সোমবার সকালে বিজেপির আবেদন মঞ্জুর করল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি আবেদন মঞ্জুর না করে প্রভাবিত নেতাদের আসতে বলেন।

   

একুশে জুলাই রাজনৈতিক সমাবেশ থেকে রাজ্য জুড়ে ব্লক থেকে বুথ স্তরে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ৫ অগাস্ট টানা বারো ঘণ্টা গণ ঘেরাও ডাক দেন তিনি।বিধানসভায় বিরোধী দল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বাড়িও ঘেরাও হবে বলে মনে করা হচ্ছে। বিজেপি নেতাদের গণ ঘেরাও ডাক দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই ঘেরা়ও হবে শান্তিপূর্ণ। তৃণমূল সাধারণ সম্পাদক বলেন, ঘেরাও চলাকালীন কোনও বিজেপি নেতা ঘর ঢুকতে বা বের হতে পারবেন না। অসুস্থদের সবরকম সাহায্য করা হবে। একশো দিনের কাজের টাকা না দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

একুশে জুলাই রাজনৈতিক সমাবেশ থেকে অভিষেক বলেন, “ব্লক থেকে শুরু করে বুথ, সব স্তরে যত বিজেপি নেতা আছে আপনাদের এলাকায়, একটা তালিকা তৈরি করুন। আগামী ৫ অগাস্ট শনিবার শান্তিপূর্ণভাবে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাড়ি ঘেরাও করুন। ”

এরপরই একুশের মঞ্চে বক্তৃতা রাখতে উঠেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বক্তব্য কিছুটা শুধরে তিনে বলেন, “বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবে। বাড়ি থেকে ১০০ মিটার দূরে করবে। ইলেকশনে যেমন ১০০ মিটার দূরে ক্যাম্প হয়। যাতে কেউ বলতে পারবে না অবরুদ্ধ করা হয়েছে।“

অভিষেকের এই মন্তব্যের পরের দিন বিজেপি নেতা রাজর্ষি লাহিরী হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন অভিষেকের বিরুদ্ধে। ওপর দিকে রবীন্দ্র সরোবর থানায় আরেকটি মামলা দায়ের হয় অভিষেকের বিরুদ্ধে। গতকাল (২৩ জুলাই) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় ই-মেল মারফত অভিযোগ দায়ের করেন।