এসএসসি ভবন অভিযানে পুলিশকে বোমা মারার ছক, বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশের

SSC Scam: সোমবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকরা। সেই অভিযানের সময় পুলিশের উপর হামলার ছক করা হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি বিধাননগর পুলিশের। পুলিশকে…

Bidhannagar Police

SSC Scam: সোমবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকরা। সেই অভিযানের সময় পুলিশের উপর হামলার ছক করা হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি বিধাননগর পুলিশের। পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার পরিকল্পনা রয়েছে। এছাড়া আগুন লাগানোর পরিকল্পনার কথাও দাবি করা হয়েছে। এই মর্মে ফোনালাপের একটি অডিয়ো প্রকাশ করে দাবি করেছেন বিধাননগর পুলিশ কমিশনারেট।

চাকরিহারা শিক্ষকদের সংগঠন ‘চাকরিহারা যোগ্য শিক্ষক মঞ্চ’ ডাক দিয়েছে সোমবার এসএসসি ভবন অভিযানের। ডিসি বিধাননগর অনীশ সরকার রবিবার সাংবাদিক বৈঠকে দাবি করেন যে এই অভিযান চলাকালীন পুলিশের উপর হামলার ছক কষা হয়েছে। তিনি জানান যে সংগঠনের সদস্য সুমন বিশ্বাস অভিযানের জন্য পুলিশি অনুমতি চেয়ে মেল পাঠালেও তা মেলেনি। পুলিশ ওই কর্মসূচির অনুমতি দেয়নি। তিনি জানান যে একটি ফোনে কথোপকথনের রেকর্ডিং এসেছে যা থেকে বিক্ষোভকারীদের হামলার পরিকল্পনার কথা জানা যায়। (SSC Scam)

   

তিনি জানান, ‘‘আমরা কিছু হিংসাত্মক পরিকল্পনার কথা জানতে পেরেছি। একটা ছ’মিনিটের অডিয়ো হাতে এসেছে। তাতে হিংসাত্মক কিছু করার কথা বলা হচ্ছে।’’ ওই অডিয়োর কিছু অংশ শোনান ডিসি বিধাননগর। তিনি জানান যে এই মর্মে একটি মামলা রুজু হয়েছে এবং তার ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে। (SSC Scam)

এছাড়াও তিনি জানান, “এই কথোপকথনের মধ্যে বিভিন্ন জায়গায় উঠে এসেছে মিছিলে পাথর, পেট্রল নিয়ে যাওয়ার কথা। শোনা গিয়েছে পুলিশ ও সরকারি কর্মীদের উপর বোম মারার কথাও। কিছুদিন বাদে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা কেন্দ্র সকেট বোমা মেরে উড়িয়ে দেওয়ার মতো হিংসাত্মক কথাও বলা হয়েছে।”

Advertisements

যে অডিয়ো প্রকাশ করা হয়েছে, তাতে দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন শোনা যাচ্ছে। পুলিশকর্তা জানিয়েছেন যে সেই ব্যক্তিকে চিহ্নিত করা গিয়েছে। তিনি জানান, “‘সংগঠনের সকলকে অনুরোধ, যাঁরা হিংসাত্মক কিছু করার চেষ্টা করছেন, তাঁদের চক্রান্তে পা দেবেন না।’’

সাংবাদিক বৈঠকে জানানো হয় যে পুলিশের বাড়তি নজরদারি থাকছে সোমবারের মিছিলে। তবে কমিশন সূত্রে খবর যে কলকাতা হাই কোর্টের নির্দেশে শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনের জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এর বাইরে কোনও আন্দোলনের অনুমতি দেওয়া হয়নি। 

সংগঠনের তরফে মিছিলের অনুমতি চেয়ে বিধাননগর পুলিশ কমিশনারেতকে চিঠি দেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ ১৮ আগস্ট করুণাময়ী থেকে এসএসসি আচার্য সদন পর্যন্ত হবে এই মিছিল। বিকেল ৩টের সময় এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন চাকরিহারা শিক্ষকরা।