Naushad Siddiqui: ভোটের আগে গ্রেফতারি এড়াতে ‘ধর্ষণ অভিযোগ’ মামলায় আগাম জামিন আবেদন নওশাদের

পঞ্চায়েত নির্বাচনের এক দিন আগেশুক্রবার আগাম জামিনের আবেদন চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। Advertisements এর আগে বুধবার নওশাদের বিরুদ্ধে…

পঞ্চায়েত নির্বাচনের এক দিন আগেশুক্রবার আগাম জামিনের আবেদন চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

Advertisements

এর আগে বুধবার নওশাদের বিরুদ্ধে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ করা হয়ে বিধায়কের বিরুদ্ধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতে গেল ইন্ডিইয়ান সেকুলার ফ্রনটের বিধায়ক নওশাদ সিদ্দিকি।

   

আদালতে মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছেন ISF বিধায়ক। আগামী সোমবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিমানবন্দর এলাকার এক মহিলা বাসিন্দা বুধবার দুপুরে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন নওশাদের বিরুদ্ধে। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত।

অভিযোগকারী মহিলা জানান, দীর্ঘদিন ধরে নওশাদ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেন। এমনকি শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি।আইএসএফ বিধায়কের সঙ্গে তার পরিচয় কবে, কীভাবে ঘনিষ্ঠতা তা নিয়ে কোনও প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বলেন, “আপনাদের যা জানার নওশাদকে জিজ্ঞেস করুন।”

এই বিষয়ে নওশাদ সিদ্দিকির বলেন যে যদি কোনও অন্যায় হতো, তাহলে ওই তরুণী নিজেই থানায় যেতে পারতেন। সরাসরি অভিযোগ জানাতে পারতেন। কেন তিনি একজন তৃণমূল নেতার সঙ্গে থানায় গেলেন তা নিয়ে প্রশ্ন তোলেন নওশাদ।

এদিন ওই নির্যাতিতা মহিলাকে নিউটাউন থানায় নিয়ে আসেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তিনি বলেন, “এটা আমাদের বিষয় নয়। আইন আইনের পথে চলবে। পুলিশ দেখুক অভিযোগ সত্য না কি মিথ্যে।”