Bhabanipur : ভবানীপুরে ব্যবসায়ী খুনে নয়া মোড়

গতকাল নিমতার এক বাড়ি থেকে ব্যবসায়ী ভাবিয়ার দেহ উদ্ধার হয়। সেই দেহ উদ্ধারের পর মৃত ব্যবসায়ীর পরিবার জানান, আগে বালিগঞ্জে শেয়ার ট্রেডিংয়ের অফিস ছিল ভাবিয়ার।…

Bhabanipur

গতকাল নিমতার এক বাড়ি থেকে ব্যবসায়ী ভাবিয়ার দেহ উদ্ধার হয়। সেই দেহ উদ্ধারের পর মৃত ব্যবসায়ীর পরিবার জানান, আগে বালিগঞ্জে শেয়ার ট্রেডিংয়ের অফিস ছিল ভাবিয়ার। সম্প্রতি তিনি ঔষুধের ডিস্ট্রিবিউটরশিপ নেন। এখন তিনি ঔষুধের ব্যবসাতেই মনোযোগ দিয়েছিলেন। বাগড়ি মার্কেটে ছিল তাঁর নিজের দোকান। ব্যবসাসুত্রে ভাবিয়াকে ওষুধ সরবরাহ করতেন নিমতার বাসিন্দা অনির্বাণ গুপ্তা নামে এক ব্যক্তি।

পুলিশ জানতে পারে,ভাবিয়ার থেকে ৫০ লক্ষ টাকা নিলেও সঠিক মূল্যের ওষুধ সরবরাহ করতে পারেননি অনির্বাণ। তাই নিয়েই ভাবিয়ার সঙ্গে বিবাদ শুরু হয় তাদের। তদন্তকারীরা এরপর অনুমান করে জানতে পারে সেই বিবাদের জেরেই বাড়িতে ডেকে উইকেট দিয়ে পিটিয়ে খুন করা হয় ভাবিয়াকে। পুলিশ সূত্র ধরে আরও জানাযায়, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ পাওয়া যায়,মাথায় আঘাতের জেরেই তার মৃত্যু হয়েছে। এবং খুনের আগে গলায় সেলোটেপ পেঁচিয়ে দেওয়া হয়েছিল তাকে।

এর পাশাপাশি পুলিশ জানান তাদের নজরে আসে অনির্বাণের এক বান্ধবীর কথা। পুলিশের দাবি,ঔষুধ দেওয়ার নামে যে ৫০ লক্ষ টাকা ব্যবসায়ী ভাবিয়া লাখানির কাছ থেকে নেওয়া হয়েছিল সেই টাকার মধ্যে ২০ লক্ষ টাকা রাখা হয়েছিল অনির্বাণের বান্ধবীর অ্যাকাউন্টে। টাকা হাতাতেই ভুয়ো মেল আইডি তৈরি করে তারা। এছাড়া,ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে,ব্যবসায়ীর দেহ লুকিয়ে রাখার জন্য জলের ট্যাঙ্কের নীচে শুধু পাঁচিল গেঁথেই নিশ্চিন্ত হতে পারেননি অনির্বাণ। দুর্গন্ধ ঢাকতে ১০ ইঞ্চির গাঁথনি তৈরি করেছিল সে।