সকাল থেকেই মুখ ভার আকাশের, বঙ্গে জাঁকিয়ে শীত কবে?

কলকাতা: ঘূর্ণিঝড় ফেনজলের প্রভাব কাটতেই ঝলমলে হয়ে উঠেছিল শহরের আকাশ৷ তবে সপ্তাহের শুরুতে ফের গম্ভীর সকাল৷ কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন৷ তবে বৃষ্টির সম্ভাবনা নেই…

bengal winter forecast

কলকাতা: ঘূর্ণিঝড় ফেনজলের প্রভাব কাটতেই ঝলমলে হয়ে উঠেছিল শহরের আকাশ৷ তবে সপ্তাহের শুরুতে ফের গম্ভীর সকাল৷ কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন৷ তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷ কিন্তু শীতকাতুরে বাঙালির মনে এখন একটাই প্রশ্ন, জাঁকিয়ে শীত পড়বে কবে? এ বিষয়ে অবশ্য কিছুটা নিরাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ শীতের আমেজ পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷ শীত আসতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ হবে৷ আগামী পাঁচদিন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না৷ তারপর ধীরে ধীরে পারদ পতন হবে৷ (winter forecast)

কুয়াশাচ্ছন্ন রাজ্যের একাধিক জেলা

শীতের ধুন্ধুমার ব্যাটিং শুরু না হলেও, সপ্তাহের প্রথম দিন কুয়াশাচ্ছন্ন থাকবে রাজ্যের একাধিক জেলা৷ দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূমের আকাশ কুয়াশায় ঢাকা থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে৷ সকাল থেকেই কলকাতায় আকাশের মুখ ভার৷ সেই সঙ্গে সামান্য বেড়েছে রাতের তাপমাত্রাও। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি উপরে রয়েছে পারদ৷  তবে আকাশ মেঘলা থাকায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম রয়েছে। 

   

উত্তরে শীতের আধিক্য বেশি winter forecast

সোমবার দক্ষিণবঙ্গের তুলনায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীত একটু বেশি অনুভূত হবে৷ উত্তরবঙ্গেও বেশ কনকনে ভাব বজায় থাকবে৷ 

ফেনজলের প্রভাব winter forecast

 

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণিঝড় ফেনজলের প্রভাবে আর্দ্রতা ও তাপমাত্রা বেড়েছিল বঙ্গে৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেগিয়েছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াসে৷ সেই সঙ্গে সারাদিন ঝরেছে বৃষ্টি৷ তবে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই বলেই আশ্বাস আলিপুরের৷  

 

 Kolkata City: After Cyclone Phenjal, Kolkata’s sky clears up, but clouds return as the week starts. No rain expected, but winter chill remains delayed. Alipore Met Office predicts winter’s full arrival in mid-December with temperatures gradually dropping.