নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি এবং জায়গায় জায়গায় জল জমার কারণে বেহাল দশা হয়ে গিয়েছে বাংলার। দফায় দফায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে শহর কলকাতাও। এদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতা সহ বাংলার জেলায় জেলায় আকাশের মুখ ভার হয়ে রয়েছে। এদিকে যে কোনও মুহূর্তে বৃষ্টি নামবে বলে আশঙ্কা করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। তাহলে জেনে নিন আজ বৃহস্পতিবার সারাদিন বাংলার আবহাওয়া (Bengal Weather) কেমন থাকবে সে সম্পর্কে।
আজও বাংলার জেলায় জেলায় কোথাও মাঝারি বৃষ্টি তো আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে লাগাতার বৃষ্টির কারণে বাংলার তাপমাত্রাও বেশ খানিকটা কমেছে। জানা গিয়েছে, আগামী তিনদিন পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতা সহ সমগ্র বাংলাজুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের মূলত তিন জেলা যেমন বীরভূম, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিকে উত্তরবঙ্গের উপরিভাগের ৫ জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৩ দিন পশ্চিমবঙ্গে একই রকম থাকবে বর্ষা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৩-৪ দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। গোটা দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা মহানগরী। ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। নগরীর বিভিন্ন এলাকায় জল জমার কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। এর কারণে মহানগরীর রাস্তায় যানজট দেখা দিয়েছে।