বেঁধে দিল ডেডলাইন, ভোটার তালিকায় অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ কমিশনের

কলকাতা: আগামী বছর পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেই গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুরু করেছে…

Election Commission Delegation in Kolkata Today, Administrative Meetings in Final Stage

কলকাতা: আগামী বছর পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেই গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুরু করেছে ভারতের নির্বাচন কমিশন (Election Commission)। এবার প্রক্রিয়াটিকে আরও কড়াভাবে বাস্তবায়ন করতে উদ্যোগী কমিশন। বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে কমিশন রাজ্যের সমস্ত জেলাশাসকদের জানিয়ে দিয়েছে, আগামী সাত দিনের মধ্যেই সমস্ত প্রস্তুতির কাজ শেষ করতে হবে। নির্দেশ অমান্য করলে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

Advertisements

বুধবারের ভারচুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনের তথ্যপ্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না, সচিব এসবি যোশী এবং উপসচিব অভিনব আগরওয়াল। তাঁরা প্রত্যেক জেলার জেলাশাসকের সঙ্গে আলোচনা করেন এবং SIR প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে বিশদ তথ্য নেন। যদিও উত্তরবঙ্গের বন্যা-পীড়িত জেলার জেলাশাসকরা উপস্থিত থাকতে পারেননি।

বিজ্ঞাপন

কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে ভোটার তালিকা সংশোধনের প্রাথমিক কাজ শেষ করতে হবে। এর পাশাপাশি, এনুমারেশন ফর্ম ছাপানোর প্রস্তুতিও এখন থেকেই শুরু করতে বলা হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ৭.৬৫ কোটি ভোটার আছেন। প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম দেওয়া হবে — একটি জমা নেবে ব্লক লেভেল অফিসার (BLO) এবং অন্যটি থাকবে ভোটারের কাছে। অর্থাৎ প্রায় ১৫ কোটি ফর্ম মুদ্রণের ব্যবস্থা করতে হবে জেলা প্রশাসনকে।

দিল্লি থেকে এই ফর্মগুলির সফট কপি পাঠানো হবে রাজ্যের প্রতিটি জেলায়। সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে সেগুলি ব্যবহার করে দ্রুত মুদ্রণের কাজ শুরু করতে হবে। কমিশনের নির্দেশ, SIR বিজ্ঞপ্তি প্রকাশের পর ৪ থেকে ৫ দিনের মধ্যেই অন্তত ৩০ শতাংশ ফর্ম ছাপানো সম্পূর্ণ করতে হবে।

বিহারে SIR চলাকালীন একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল। কমিশনের নজরে আসার পর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে ইতিমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে যাতে সেই ভুল না হয়, সেজন্যই শুরু থেকেই কড়া নির্দেশ জারি করেছে কমিশন। অনিয়ম বা গাফিলতির অভিযোগ উঠলে তাতে কোনওরকম ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

২০০২ সালে পশ্চিমবঙ্গে শেষবার SIR অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ২৩ বছর পর আবারও এই বৃহৎ আকারের ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশনের মতে, অনুপ্রবেশকারী বা অযোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিয়ে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।

একজন কমিশন আধিকারিক বলেন, “আমাদের লক্ষ্য খুবই পরিষ্কার। ভোটার তালিকায় কোনও অযোগ্য নাম থাকবে না। যে সকল নাগরিক প্রকৃত অর্থে ভোট দেওয়ার অধিকারী, কেবল তাঁদেরই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।”

রাজনৈতিক মহলের মত, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের ভোটার তালিকা যাতে নির্ভুল ও স্বচ্ছ থাকে, তা নিশ্চিত করতেই এবার থেকে কঠোর নজরদারি চালাবে কমিশন। নির্বাচনের আগে ভোটার তালিকায় কোনও অনিয়ম বা ভুল তথ্য না থাকে, সেই বিষয়েও জেলা প্রশাসনকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।

সব মিলিয়ে, আগামী সাত দিনের মধ্যেই SIR প্রস্তুতি শেষ করার নির্দেশ রাজ্যের প্রশাসনের কাছে একটি বড় চ্যালেঞ্জ। কমিশনের কড়া অবস্থানের কারণে এবার ভোটার তালিকার পুনর্বিবেচনার প্রক্রিয়া আরও নিখুঁত ও স্বচ্ছ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।