Mamata Banerjee: ইন্ডি জোটের বৈঠকে ডাক পাইনি, বিস্ফোরক মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকে কি তৃণমূল নেত্রী নেই? এমন প্রশ্ন উস্কে উঠল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)মন্তব্যে। তিনি জানান, বৈঠকে ডাক পাননি সোমবার রাত পর্যন্ত। এদিকে…

CM Mamata Banerjee

ইন্ডিয়া জোটের বৈঠকে কি তৃণমূল নেত্রী নেই? এমন প্রশ্ন উস্কে উঠল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)মন্তব্যে। তিনি জানান, বৈঠকে ডাক পাননি সোমবার রাত পর্যন্ত। এদিকে রবিবার চার রাজ্যের ভোট গণনার পর বিজেপির বিপুল জয় আসতেই বুধবার ইন্ডিয়া জোটের তরফে বৈঠক ডাকা হয়। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়ে বিজেপির সরকার তৈরি হয়েছে। কংগ্রেস পেয়েছে তেলেঙ্গানা। ফলাফলে অ-বিজেপি দলগুলির জোট INDIA করুণ হাল। এরপরই জোটের বৈঠক ডাকা হয়।

৬ তারিখে I.N.D.I জোটের বৈঠক। এই বৈঠকে তৃনমূলের বৈঠক নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এখনও বৈঠকের আমন্ত্রণই পায়নি তৃনমূল। জোটের বৈঠক নিয়ে এখনও কিছু জানানোই হয়নি। রাজভবন থেকে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের বাইরে দাঁড়িয়ে জোটের আমন্ত্রন সম্পর্কে জানতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” আমি জানি না। আমায় এখনও ফোন করে জানায়নি। আমার প্রোগ্রাম ঠিক করা আছে ৬ থেকে ১২ তারিখ পর্যন্ত নর্থ বেঙ্গল থাকবো। ৬ তারিখে গিয়ে পৌছাবো। ৭ তারিখ থেকে প্রোগ্রাম আছে। এর পরে ১২ তারিখে প্রোগ্রাম করে ফিরে আসবো। আমার কাছে কোনও খবর পৌছায়নি। আর এই মুহূর্তে বললেও যাবো কী ভাবে?

৫ রাজ্যের যে ফল বেরিয়েছে, সে ক্ষেত্রে কংগ্রেসের ফল নিঃসন্দেহে আশাপ্রদ নয়। সর্ব মহলের স্বীকৃত সকলের মুখেই এক কথা। এই বিষয়ে গতকাল থেকে তৃনমূল বারবার বলছে এক্ষেত্রে সিট শেয়ারিং এবং কংগ্রেসের গ্রাউন্ড লেভেলের লোকের সঙ্গে যে যাওয়া আসা বা সম্বন্ধ সেই বিষয়ে কংগ্রেস ফেল করছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় আগেও বলেছেন যে, সিট শেয়ারিংয়ের বিষয়টি। কিন্তু কেউ সেই বিষয়টিতে খেয়াল করেনি কেউ। কিছুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার বলেছেন, শিট শেয়ারের বিষয়টির দিকে নজর দেবেন। কিন্তু কংগ্রেসের তরফে এই বিষয়ে নজর দেওয়া হচ্ছেনা।

এই বিষয়ে আজ সিপিএমের সুজন চক্রবর্তী জানিয়েছেন, ” মমতা ব্যানার্জি জানেন কিনা, তাকে কেউ আমন্ত্রন করেছে কিনা এই বিষয়ে আমার বলার কোনও কারন নেই। তৃনমূল সূত্রে বলা হয়েছিল গতকাল, মমতা ব্যানার্জি যেহেতু উত্তরবঙ্গ যাবেন তাই তিনি জোটের ডাকে যেতে পারবেন না। আর ভাইপো কোনও না কোনও কারনে যেতে পারবেনা। আর বক্তব্য ২৪ ঘণ্টায় বদলে গেল। এখন তিনি বলছেন কিছু জানেন না, তাকে আমন্ত্রন করা হয়নি। না যাওয়া একদিকে ভালো, তিনি তো বিজেপি বিরোধী কোনও কাজ করতে পারবেনা। তাই ওনার থেকে কোনও লাভ নেই। বিজেপি বিরোধী কাজে উনি সকলকে বিজেপির পক্ষে করবে।