গত শুক্রবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী (BJP) দলনেতা শুভেন্দু অধিকারী। গুরুতর অভিযোগ করেন তিনি। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির নেতা কর্মী-সমর্থকদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এরপরই বঙ্গ বিজেপির বড় পরিকল্পনা। আগামী ১২ ই ফেব্রুয়ারি রাজ্যজুড়ে সমস্ত মহকুমা শাসকের দফতর অভিযান করবে বিজেপি।
সাংবাদিককে মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রই নয়, লোকসভা ভোটে তৃণমূলকে সুবিধা করে দিতেই রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রেই ভোটার তালিকা থেকে বিজেপি নেতা কর্মী সমর্থকদের নাম বাদ দেওয়া হয়েছে। যে সমস্ত নাগরিকদের মৃত্যু হয়েছে তাদের নামও ভোটার তালিকায় রেখে দেওয়া হয়েছে।“
বিরোধী দলনেতা আরও দাবি করেন যে তথ্য এসেছে যে এক একটি বিধানসভা কেন্দ্র থেকে ৫০০০ নাগরিকদের এমন নাম ভোটার তালিকায় থাকা ও অনেক বিজেপি কর্মী ও সমর্থকদের নাম বাদ দেওয়া হয়েছে। এই মর্মে আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত মহকুমা শাসকের দফতরে ডেপুটেশন দিতে চলেছেন বিরোধী দলনেতা। অপর দিকে, একই দিনে, কলকাতার নির্বাচন কমিশনের সিইও’র দফতরে তিনি নিজেও নথি সহ হাজির হবেন। এমনটাই জানা শুভেন্দু অধিকারী।
শুক্রবার শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে বিজেপি নেতা কর্মী সমর্থকদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ করেন। তিনি অভিযোগের আঙুল তোলেন কিছু বিডিওর দিকে। তিনি দাবি করেন যে আসন্ন লোকসভা নির্বাচনে নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূলকে জেতাতে এক শ্রেণির বিডিওরা ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে বিজেপি কর্মী নেতাদের নাম বাদ দিয়েছেন।
অপর দিকে জানা গিয়েছে যে শুক্রবার শুভেন্দু অধিকারী সহ বিজেপির প্রতিনিধি দল যে চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হন, সেই নিয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন।